যৌন নির্যাতনের অভিযোগে সিলেটে মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

সিলেটের দক্ষিণ সুরমার একটি এতিমখানার চার শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসা অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ।দক্ষিণ সুরমার মোমিনখলার শাহজালাল তমজিদিয়া মাদ্রাসা ও এতিমখানার এই অধ্যক্ষের নাম সৈয়দ দেলওয়ার হোসেন। তার গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জের ফুলসাইন্দ গ্রামে।৯৯৯ নম্বরে এক শিক্ষার্থীর অভিভাবক ফোন করে পুলিশকে এ বিষয়ে বিস্তারিত অভিযোগ করলে রোববার (২৩ মে) রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।এ ঘটনায় সিরাজ নামের অভিভাবক বাদী হয়ে অধ্যক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানার ওসি মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।ওসি মনিরুল জানান, ওই এতিমখানায় সবমিলিয়ে ৫০-৬০ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে চার শিক্ষার্থীকে গত কিছুদিন ধরে ওই অধ্যক্ষ তার কক্ষে ডেকে এনে পর্যায়ক্রমে বলাৎকার করে আসছিলেন। রোববার রাতে শিক্ষার্থী অভিভাবকের ফোনে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং চার ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

Advertisement