রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট শুরু

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু। সকাল সাড়ে ৮টায় শুরু হওয়া ভোট চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ইভিএমে চলবে এ ভোটগ্রহণ।নির্বাচন সুষ্ঠু করতে সবগুলো কেন্দ্র থাকছে সিসিটিভির আওতায়। যেকোনো মূল্যে এই ভোট অবাধ ও নিরপেক্ষ করতে চায় কমিশন। ২২৯টি ভোটকেন্দ্রে পুলিশ ও আনসারসহ থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় চার হাজার সদস্য।রসিক নির্বাচনে মোট প্রার্থী ২৬০ জন। এক্ষেত্রে মেয়র পদে ৯ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৮৩ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।মেয়র পদে ৯ প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন— জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা, আওয়ামী লীগের অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) শফিয়ার রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল, খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মণ্ডল রাজু, জাকের পার্টির খোরশেদ আলম খোকন, বাংলাদেশ কংগ্রেস-এর আবু রায়হান এবং স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান বনি ও লতিফুর রহমান মিলন।রসিক নির্বাচনে মোট ৪ লাখ ২৬ হাজার ৪৭০ জন ভোটারের মধ্যে ২ লাখ ১২ হাজার ৩০২ জন পুরুষ এবং ২ লাখ ১৪ হাজার ১৬৭ জন নারী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।উল্লেখ্য, সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরুর পর তৃতীয়বারের মতো নির্বাচন হচ্ছে রংপুরে। নগরজুড়ে এখন তাই ভোটের আমেজ।

Advertisement