রাজধানীতে চলছে বিএনপির মানববন্ধন

ব্রিট বাংলা ডেস্ক :: বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছে বিএনপি। আজ মঙ্গলবার (৩ মার্চ) সকালে এ কর্মসূচি শুরু করে দলটি।

সকাল ১০টা থেকেই দলের বিভিন্ন অঙ্গ ও সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধনস্থলে আসা শুরু করে। মানববন্ধন কর্মসূচি থাকলেও বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিতিতে তা পরিণত হয়েছে সমাবেশে। প্রেস ক্লাবের সামনে গুরুত্বপূর্ণ ওই সড়কের এক পাশ বন্ধ থাকায় সৃষ্টি হয়েছে যানজট।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত রয়েছে স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ড. মঈন খানসহ দলের কেন্দ্রীয় নেতারা।

গত শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেছিলেন। তবে সারা দেশে মানববন্ধন কর্মসূচি করার ঘোষণা দেওয়া হলেও ঢাকার কর্মসূচি একদিন পেছানো হয়। আর দেশের সব জেলা শহরে এই কর্মসূচি যথারীতি গতকাল সোমবার পালিত হয়।

ঘোষিত নতুন কর্মসূচি অনুযায়ী আজ মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হচ্ছে। চলবে বেলা ১২টা পর্যন্ত।

জানা গেছে, সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক থাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিএনপিকে মানববন্ধন কর্মসূচি একদিন পিছিয়ে দেওয়ার অনুরোধ করে। এ কারণে সারা দেশে সোমবার কর্মসূচি পালন করলেও ঢাকায় মানববন্ধন হচ্ছে আজ মঙ্গলবার।

Advertisement