ব্রিট বাংলা ডেস্ক :: প্রার্থীতালিকা ঘোষণা হতেই পশ্চিমবঙ্গ জুড়ে বিজেপি কর্মীদের ক্ষোভের কথা শুনেই আসাম সফর কাটছাঁট করে অমিত শাহ উড়ে এসেছিলেন কলকাতায়। সোমবার রাতভর রাজ্যের নেতাদের সঙ্গে আলোচনার পর মঙ্গলবার দুপুরে দিল্লি ফিরে যান অমিত আর রাতেই দিল্লিতে তলব করা হয় রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং কেন্দ্রীয় সহ সভাপতি মুকুল রায়কে। পশ্চিমবঙ্গের নীলবাড়ি দখলে মরীয়া অমিত শাহ ভোটে প্রার্থী করতে চাইছেন দিলীপ, মুকুলকে। ওজনদার নাম প্রার্থীতালিকায় চান অমিত শাহ। তাই দিলীপ মুকুলকে তলব। বীরভূমের কোনো একটি আসনে দিলীপ ঘোষকে এবং কৃষ্ণনগর দক্ষিনে মুকুল রায়কে প্রার্থী করার কথা ভাবা হচ্ছে। দিলীপ ঘোষের এ ব্যাপারে আপত্তি না থাকলেও প্রার্থী হতে নারাজ মুকুল। অবশ্য অমিত শাহের নির্দেশ হলে তা না মানা অসম্ভব মুকুল রায়ের পক্ষে। যে দুটি আসন ভাবা হচ্ছে দুই হেভিওয়েটের জন্যে সেই দুটিতেই বিজেপি হেরেছিল ২০১৬ সালের নির্বাচনে।
কিন্তু ২০১৯ সালের লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে দুটিই বিজেপির জেতা আসন।