রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিস (বেসিস)কে ২৬ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে বার্ষিক সফ্টওয়্যার প্রদর্শনী ‘বেসিস সফ্টএক্সপো-২০২৩’ আয়োজনের জন্য প্রশংসা করেছেন।বেসিস সফটএক্সপোর প্রাক্কালে পৃথক বাণীতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সফটএক্সপো বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাত সম্প্রারণে বিপুল সুযোগ তৈরি করবে বলে আশা প্রকাশ করেন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার বাণীতে বলেনে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে ‘ভিশন-৪১’ এর লক্ষ্যের সঙ্গে সঙ্গতি রেখে বাংলাদেশ একটি অগ্রসর, সমৃদ্ধ ও ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছে।তিনি আরও বলেন, ডিজিটাল প্রযুক্তিসমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের এর লক্ষ্য বাস্তবায়নে তথ্যপ্রযুক্তি (আইটি)’র গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি বলেন, সম্প্রতি গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে ফেসিলিটি আইডিসি নামে একটি টিয়ার-৩ পিসিআই-ডিএসএস সার্টিফাইড ইন্টারনেট ডেটা সেন্টার (আইডিসি) চালু হয়েছে এবং যশোরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক পুরোদমে চালু রয়েছে। এছাড়া জনতা টাওয়ার সফটওয়্যার টেকনোলজি পার্ক দক্ষতার সাথে কাজ করছে।তিনি বলেন কানেকটিভিটি নিশ্চিত করা, ই-গভর্নেন্স এবং দেশীয় আইটি শিল্প শক্তিশালীকরণ এসব কর্মকান্ডের মূল লক্ষ্য।রাষ্ট্র্রপতি বলেন, বাংলাদেশের আইটি সেক্টরের উদ্যোগ, কৃতিত্ব, অর্জন ও উদ্ভাবন তুলে ধরার ক্ষেত্রে ‘বেসিস সফটএক্সপো ২০২৩’ একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হতে পারে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, আওয়ামী লীগ সরকার ২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে ডিজিটাল থেকে থেকে ‘স্মার্ট বাংলাদেশ’-এ রূপান্তরের ওপর জোর দিয়েছে।গত ১৪ বছরে সরকার প্রান্তিক মানুষসহ সবার কাছে দক্ষ, সেবামুখী আইসিটি-বান্ধব সেবাসহ তথ্যপ্রযুক্তি সহজলভ্য করে দেশকে ডিজিটাল বাংলাদেশে পরিণত করেছে।তিনি আরও বলেন, চতুর্থ শিল্প বিপ্লবসহ ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা এখন কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, বিগ ডেটা, ব্লক চেইন, লো টি ও মেশিন শিখনসহ উন্নত প্রযুক্তি উন্নয়নে কাজ করছি।সরকার স্মার্ট বাংলাদেশ গড়ার চারটি ভিত্তি সফলভাবে বাস্তবায়নে কাজ করছে। এগুলো হলো- স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট সরকার ও স্মার্ট সোসাইটি।প্রধানমন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশে সবকিছুই প্রযুক্তি নির্ভর হবে, নাগরিকরা প্রযুক্তি ব্যবহারে দক্ষ হবে এবং সমগ্র অর্থনীতি প্রযুক্তি দ্বারা পরিচালিত হবে।তিনি বলেন, আমাদের সরকারের বিভিন্ন উদ্যোগের কারণে বাংলাদেশ বিশ্বে আর্থ-সামাজিক উন্নয়নের একটি রোল মডেল হিসেবে আবির্ভূত হয়েছে।শেখ হাসিনা বলেন, বর্তমানে বিশ্বে প্রযুক্তি দ্রুত গতিতে বিকাশ লাভ করছে এবং বিভিন্ন ক্ষেত্রের মানুষ এতে অনেক সংযোজন করছেন।তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, দেশে বেসরকারি খাতের আইটি ও আইটিইএস পণ্য ও সেবার বার্ষিক ও বৃহত্তম প্রদর্শনী বেসিস সফটএক্সপোর মাধ্যমে আমাদের দেশীয় সফ্টওয়্যার সংস্থাগুলো আন্তর্জাতিক পর্যায়ে তাদের পরিচিতি তৈরি করতে পারে।রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উভয়েই ‘বেসিস সফটএক্সপো ২০২৩’-এর বিরাট সাফল্য কামনা করেছেন।