রাষ্ট্রপতি ভবনেই এবার মিলল করোনার হদিস

ব্রিট বাংলা ডেস্ক :: একেই বোধহয় বলে বাঘের ঘরে ঘোগ এর বাসা৷ ভারতের রাজধানী দিল্লিতে খোদ রাষ্ট্রপতি ভবনেই পাওয়া গেল করোনার সন্ধান৷ রাষ্ট্রপতি ভবনের কর্মী আবাসে এক করোনা পজিটিভ এর খোঁজ মিলেছে৷ এরপরই কর্মী আবাসনের একশো পঁচিশটি পরিবারকে আইসোলেশনে পাঠানো হয়৷ তড়িঘড়ি করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও তাঁর পরিবারের স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করা হয়৷ ভারতে করোনার প্রকোপ প্রকাশ পাওয়া মাত্র রাইসিনা হিলস এ রাষ্ট্রপতি ভবনে স্বাস্থ্য সুরক্ষা বিধি কঠোরভাবে প্রবর্তিত হয়৷ তা সত্ত্বেও সেখানে করোনার এই অনুপ্রবেশ বিস্মিয়ের সৃষ্টি করেছে৷ এদিকে ভারতের স্বাস্থ্য মন্ত্রক দাবি করেছে করোনা সংক্রমের হার কমছে৷ আগে ৩.৪ দিনে সংখ্যাটি দ্বিগুন হতো, এখন তা হচ্ছে ৭.৫ দিনে৷ এই দাবি সত্ত্বেও সোমবার ভারতে করোনায় আক্তান্ত হয়েছেন বারোশো সাতষট্টি জন৷ তালিকায় প্রথম নামটি মহারাষ্ট্রের, দ্বিতীয় দিল্লি, তৃতীয় গুজরাট৷ সোমবারই কেন্দ্রীয় পর্যবেক্ষকদের একটি টীম পশ্চিম বঙ্গে পৌছেছে সরেজমিনে অবস্থা দেখতে৷ এই ঘটনা নিয়ে রাজ্য কেন্দ্র কাজিয়া তুঙ্গে৷ পশ্চিমবঙ্গের মুখ্যসচিব রাজিবা সিনহা জানিয়েছেন, দলটি আসার যথেষ্ট কারণ না দেখাতে পারলে তাদের করোনা অধ্যুষিত অঞ্চলে ঢুকতে দেবোনা৷ সাধারণ মানুষ বলছে, মৃত্যুর এই অাবহেও রাজনৈতিক সংঘাত ! হায়, মানুষ !

Advertisement