‘রাহুল, প্রিয়াঙ্কা জীবন্ত পেট্রোল বোমা’

ব্রিট বাংলা ডেস্ক :: কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রকে ‘জীবন্ত পেট্রোল বোমা’ বলে আখ্যায়িত করেছেন হরিয়ানার মন্ত্রী অনিল ভিজ। এক বিতর্কিত টুইটে তিনি ভারতের গান্ধী পরিবারের রাজনৈতিক উত্তরসূরিদের নিয়ে এমন মন্তব্য করেছেন মঙ্গলবার, ২৪ শে ডিসেম্বর। ওই টুইটে তিনি লিখেছেন, ‘প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধীর ব্যাপারে সতর্ক থাকুন। কারণ, তারা জীবন্ত পেট্রোল বোমা। তারা যেখানেই যান সেখানেই আগুন জ্বালান, জনগণের সম্পদের ক্ষতি করেন’। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ।

নাগরিকত্ব সংশোধন আইনের বিরোধিতা করতে গিয়ে যেসব মানুষ নিহত হয়েছেন তাদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত করতে মঙ্গলবার রাহুল ও প্রিয়াঙ্কা যাচ্ছিলেন মিরাটে। কিন্তু মিরাট সীমান্তের বাইরে তাদের গতিরোধ করে উত্তর প্রদেশ পুলিশ।

এর কয়েক ঘন্টা পর বিজেপির সিনিয়র নেতা অনিল ভিজ ওই টুইট করেন। কংগ্রেস নেতারা অভিযোগ করেছেন, মিরাটের বাইরে পারতাপুর থেকে রাহুল ও প্রিয়াঙ্কাকে ফিরিয়ে দেয়া হয়েছে। পরে মিডিয়ার সঙ্গে কথা বলেন রাহুল গান্ধী। তিনি বলেন, তাকে বা প্রিয়াঙ্কাকে ফেরত পাঠানোর কোনো নির্দেশ দেখাতে পারে নি পুলিশ। তবে তারা তাদেরকে বাসায় ফিরে যেতে বলে। রাহুল বলেন, আমরা পুলিশকে বলেছি আমাদের মাত্র তিনজনকে যেতে দিতে। কিন্তু তাতেও তারা রাজি হয় নি। এ সময় রাহুল ও প্রিয়াঙ্কার সঙ্গে ছিলেন পার্লামেন্টের সাবেক সদস্য প্রমোদ তিওয়ারি।

ওদিকে মিরাটের এসএসপি অজয় শাহনি বলেছেন, জেলায় নিষেধাজ্ঞা রয়েছে। এ বিষয়ে নিষেধাজ্ঞার কপি দেখানো হয়েছে রাহুল ও প্রিয়াঙ্কাকে। তারপর তারাই স্বেচ্ছায় ফিরে গিয়েছেন। এ সময় তিনি পুলিশি পদক্ষেপের পক্ষে কথা বলেন। তিনি বলেন, মিরাটে কংগ্রেস নেতাদের সফর হতো ১৪৪ ধারা লঙ্ঘন এবং এতে উত্তেজনা সৃষ্টি হতো।

উল্লেখ্য, নাগরিকত্ব সংশোধন আইনের প্রতিবাদে গত সপ্তাহে মিরাটে সহিংস প্রতিবাদ হয়েছে। এতে কমপক্ষে দু’জন নিহত হয়েছেন। এই আইনের বিরুদ্ধে গত সপ্তাহে ভারতের বিভিন্ন অংশে ভয়াবহ প্রতিবাদ বিক্ষোভ দেখা দেয়।

Advertisement