রিয়াল কখনো মাথা নোয়ায় না: জিদান

ব্রিট বাংলা ডেস্ক :: জিতলেই বার্সেলোনাকে টপকে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যেত রিয়াল মাদ্রিদ। কিন্তু গতকাল ভ্যালেন্সিয়ার মাঠে হারতে হারতে ড্র করে লস-ব্লাঙ্কসরা। তাতে বার্সেলোনার সমান ৩৫ পয়েন্ট নিয়েও দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল।

মেস্তায়ায় ৭৮তম মিনিটে লিড নেয় ভ্যালেন্সিয়া। শেষ বাঁশি বাজার আগমূহূর্তে (৯০+৫ মিনিট) সেই গোল শোধ করেন করিম বেনজেমা। ম্যাচের পর রিয়াল কোচ জিনেদিন জিদান বলেন, ‘আমরা হাল ছাড়ি না। এটা রিয়াল মাদ্রিদ। আমরা কখনো মাথা নত করি না।

ভ্যালেন্সিয়া এগিয়ে যাওয়ার পর আমাদের একটা গোল পাওয়ার চেষ্টা করতেই হতো। আর আমরা সেই গোলটা আদায়ও করে নিয়েছি। প্রথমার্ধে আমরা দারুণ খেলেও গোল পাইনি। কিন্তু এটাই ফুটবল। ৯০ মিনিটের খেলা নিয়ে কোনো অভিযোগ করা যায় না। কোনো কোনো সময় এটা আমাদের বিপক্ষে যায়। ফুটবল আমাদের যা দিয়েছে তা গ্রহণ করতে হবে।’

চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের জার্সিতে ১২ গোল করেছেন বেনজেমা। মেসির সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন তিনি। দলকে পরাজয় থেকে বাঁচানোর পর এই ফরাসি তারকা  বলেন, ‘আমি এবার এই শিরোপা জিততে চাই। তৃতীয় অধিনায়ক হিসেবে দলকে সাহায্য করতে হবে আমাকে। আর সেটার জন্য আমি সেভাবে পারি সাহায্য করবো।’
Advertisement