ফাহিমা হোসেন, ইতালীঃ রোমে সড়ক দূর্ঘটনায় প্রবাসী বাংলাদেশী নিহত হয়েছে।জানা যায় রোমের ব্যস্ততম রিং রোড়ে (প্রেনেস্তিনা ও কাসিলিনার মধ্যবর্তী) স্থানে ভ্যান গাড়ি এবং লরি‘র সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই শাহজাহান ঢালী নামের ৪০ বছরের এক বাংলাদেশী নিহত এবং অন্য একজন ইতালীয়ান নাগরিক গুরুতর আহত হয়। ১২ অক্টোবর ভ্যান নিয়ে কাজের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় সকাল সাড়ে ছয়টায় এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত শাহজাহান ঢালী বাংলাদেশের নড়িয়া‘র ঘুড়িশার রাহা পাড়ার হযরত আলী ঢালী‘র ছেলে। এক বছর পূর্বে কন্যা সন্তান জন্ম নিলেও কন্যার মুখ দেখা হয়নি নিহত শাহজাহান ঢালীর। ঘরিষার সাবেক চেয়ারম্যানের ছেলে ইতালী যুবলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এনায়েত করিম জানান, এক সপ্তাহে একই এলাকার দুটি মৃত্যুর সংবাদে শোকে গ্রামের বাড়ীর আকাশ বাতাস ভাড়ী হয়ে উঠেছে। তাদের লাশ দেশে পাঠানোর প্রস্তুতি চলছে। আইনি ঝামেলা সেরে আমরা চেষ্টা করব দ্রুত লাশ দেশে পাঠানোর।
উল্লেখ্য এ সপ্তাহে শরিয়তপুরের মিলন ছৈয়াল নামে আরেক জনের মৃত্যু সংবাদ মিলিয়ে ইতালীতে বসবাসরত শরিয়তপুর তথা প্রবাসী বাংলাদেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সকলেই তাদের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানায় এবং শুক্রবার জুমা‘য়ার পর বিভিন্ন মসজিদে তাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া প্রার্থনা করা হবে।
রোমে সড়ক দূর্ঘটনায় প্রবাসী বাংলাদেশী নিহত
Advertisement