আহমদ হোসেন হেলাল : মিয়ানমারে সীমাহীন নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া অসহায় রোহিঙ্গা জনগুস্টির পাশে দাঁড়িয়েছেন শেফিল্ড ও ইয়র্কশায়ারের রেস্টুরেন্ট, টেকওয়ে ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠান ও শেফিল্ড এস ,এন ,সি ও সাউথ ইয়র্কশায়ার ক্যাটারিং এসোসিয়েশন ।
আগামী ৬ই নভেম্বর এক বিশেষ চ্যারিটি ডিনার অনুষ্ঠিত হবে। তাতে শেফিল্ড ও সাউথ ইয়র্কশায়ারের প্রায় ৭০টি রেস্টুরেন্ট ও টেকওয়ে অংশগ্রহণ করবে ।
চ্যারিটি ডিনারকে সার্থক করতে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয় । শেফিল্ড নেইবারহুড সেন্টারে সভায় হাওয়ার্ড আলীর সভাপতিত্বে ও মতিউর রহমান ও আবদুল কাদিরের যৌথ পরিচালনা আলোচকরা সবার সহযোগিতার প্রসংশা করা হয় । বিশেষ করে তরুনদের কার ওয়াশ সহ নানা তৎপরতার জন্য কমিউনিটিতে প্রশংসিত হয়েছে । আলোচনায় অংশ নেন , আছমত আলী ,আনহার মিয়া , সেবুল মিয়া ময়বুল আলী , তাজ ঊদিদন প্রমুখ । সভায় আগামীতেও সবাইর সহযোগিতা কামনা করা হয় ।
বলাবাহুল্য বাংলাদেশের মানষের ও সরকারের মানবিক কাজের জন্য সারা বিশ্বে বেশ প্রশংসিত হচ্ছে ।
রোহিঙ্গাদের জন্যে শেফিল্ড ও সাউথ ইয়র্কশায়ারের ৭০টি রেস্টুরেন্ট ও টেকওয়েতে একসাথে চ্যারিটি ডিনার
Advertisement