রোহিঙ্গারদর জন্য ১ মিলিয়ন পাউন্ড ফান্ড রেইজের লক্ষ্য নির্ধারণ করেছে মুসলিম এইড

ব্রিটবাংলা রিপোর্ট : ব্যক্তিগত উদ্যোগে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে গিয়ে ত্রান বিতরণকে নিরুৎসাহিত করেছেন মুসলিম এইডের প্রধান নির্বাহী জাহাঙ্গীর মালিক। তিনি মনে করেন ব্যক্তি উদ্যোগের চেয়ে পেশাদার প্রশিক্ষিত সংস্থা যাদের দূর্যোগপূর্ণ পরিস্থিতিতে ত্রাণ বিতরণের অভিজ্ঞতা রয়েছে তাদের মাধ্যম ত্রান বিতরণ হলে বিশৃঙ্খলা এড়ানো সম্ভব। সম্প্রতি বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প ও বার্মায় রাখাইন রাজ্য ঘুরে এসে মুসলিম এইডের কর্মকর্তারা বুধবার এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান।

সংবাদ সম্মেলনে শরনার্থীদের দূর্দশার চিত্র নিজের চোখে দেখে এসে পরিস্থিতি তুলে ধরেন মুসলিম এইডের বিজনেস ডেভেলপমেন্ট ডাইরেক্টর জ্যাক হোসেইন, সিনিয়র সোশিয়েল মিডিয়া কনটেন্ট অফিসার মাদিহা রেজা ও ডোনেশন ম্যানেজার শোয়েব হামিদ। সংবাদ সম্মেলন মুসলিম এইডের পক্ষ থেকে ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে জানানো হয় প্রায় ৪ লাখ রিফিউজির মধ্যে ৬০ শতাংশই নারী ও শিশু। যাদের স্বাস্থ্য সেবার জন্য প্রয়োজন বিশেষ সাহায্য। মুসলিম এইড একমাত্র সংস্থা যারা বার্মার রাখাইন রাজ্যে তাদের কার্যক্রম পরিচালনার অনুমতি পেয়েছে এবং সেখানে সংস্থাটি কাজ করছে ২০১২ সাল থেকে। তাই তাদের জন্য দূর্গম অঞ্চলে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা সহজ। উল্লেখ্য রোহিঙ্গা মুসলিমদের জন্য ১ মিলিয়ন পাউন্ড ফান্ড রেইজিং এর লক্ষ্য মাত্রা ঠিক করেছে মুসলিম এইড ইউকে। সংবাদ সম্মেলনে মুসলিম এইডের কর্মকতারা  বাংলাদেশে আশ্রয় নেওয়া শরণার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রিফিউজিদের উপর সংহিংসতা বন্ধ করে স্থায়ী সমাধানের পথ খুঁজতে আন্তর্জাতিক কমিউনিটির প্রতি আহবান জানিয়েছেন।

Advertisement