ব্রিটবাংলা ডেস্ক : লকডাউন আইন লঙ্ঘন করে নিজের বাগানে জন্মদিনের পার্টির একটি ভিডিও ফাস হওয়ার পর পদত্যাগ করেছেন লিভারপুলের লেবার দলীয় ডেপুটি মেয়র কাউন্সিলর লিনি হানিগান। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে তার বাড়ির বাগানে অন্তত ১২ জন মানুষের উপস্থিতি দেখা গেছে। আর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেশ কয়েকটি চেয়ার। গত ৯ই মে তার ৫০তম জন্মদিন ছিল। এ ঘটনার জন্যে দু:খ প্রকাশ করে কাউন্সিল লিনি বলেছেন, এই পার্টির বিষয়ে তিনি পূর্ব থেকে কিছুই জানতেন না। মেয়ের পক্ষ থেকে এই সারপ্রাইজ পার্টির আয়োজন করা হয়েছিল। তবে অতিথির সামাজিক দূরত্ব বজায় রেখে উপহার সামগ্রি রেখে শুভেচ্ছা জানিয়ে চলে যান।
স্থানীয় লেবার পার্টির পক্ষ থেকে এ ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। এর আগে চলতি মাসের প্রথম দিকে লিভারপুলের আরো দুজন লেবার দলীয় কাউন্সিলর দম্পতি কাউন্সিলর ব্যারি কুশনার এবং কাউন্সিলর জন কুশনার লকডাউন আইন লঙ্ঘন করে নিজের বাগানে পার্টি দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। লিবডেম পার্টির পক্ষ থেকে এ ঘটনার তদন্ত এবং তাদের পদত্যাগ দাবী করা হয়েছে।
লকডাউন আইন লঙ্ঘন : লিভারপুলের ডেপুটি মেয়রের পদত্যাগ
Advertisement