লন্ডনের ডার্টফোর্ডে সপ্তসুর মিউজিক স্কুলের বৈশাখী উৎসব

৮ জুলাই শনিবার, ডার্টফোর্ডের টেম্পল হিল কমিউনিটি হলে সপ্তসুর মিউজিক স্কুল আয়োজন করে বাঙালির প্রাণের উৎসব, বৈশাখী উৎসবের। উৎসবে ডার্টফোর্ডসহ লন্ডনের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীদের ছিল উপচে পড়া ভিড়। শুরুতে সপ্তসুর মিউজিক স্কুলের ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য রেলি। রেলি শেষে ডার্টফোর্ড বড়া কাউন্সিলের কাউন্সিল লিডার জেরিমি কাইট ও মেয়র রোজানা কারেন ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। এরপর এসো হে বৈশাখ এসো এসো এই গানটি দিয়ে সপ্তসুর মিউজিক স্কুল তাদের পরিবেশনা শুরু করে, স্কুলের ছাত্র-ছাত্রীদের পরিবেশনা উপস্থিত সবাইকে মুগ্ধ করে। এরপর একে একে যুক্তরাজ্য উদিচি, মঞ্চ শৈলী, তাল তরঙ্গ এবং বিশিষ্ট সংগীত শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সংগীত, নৃত্য এবং নাটক।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিল প্রাইম স্টেট এজেন্টস, রাধুনী, জে স্টেফোড সলিসিটরস, আপাসেন, ডট প্রিন্ট, কেন্ট লজিস্টিক এবং শহীদ এন্ড কো: প্রপার্টিজ।টিভি উপস্থাপক মিনহাজ খান এবং মুন্নির প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউ কে বিসিসিআইয়ের পরিচালক ফারজানা হুসাইন নিলা, বিশিষ্ট টিভি উপস্থাপিকা উর্মি মাজহার, লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক চৌধুরী, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ, বিশিষ্ট সাংবাদিক সৈয়দ নাহাস পাশা, ব্যারিস্টার তারেক চৌধুরী, রেডিও উপস্থাপক মেজবাহ জামাল , সাংবাদিক বাতিরুল হক সরদার, সাংবাদিক এনাম চৌধুরী, সারোয়ার হোসেন মিলু, রবিন হায়দার খান, এবং সংবাদ পাঠিকা সেলিনা সেলিসহ আরো অনেকে। সপ্তসুর মিউজিক স্কুলের প্রতিষ্ঠাতা ও সাংবাদিক রুপি আমিনের তত্ত্বাবধানে এই উৎসবের সাথে সংশ্লিষ্ট ছিলেন প্রাইম ইস্টেট এজেন্টের কর্ণধার এবং বৈশাখী উৎসবের উপদেষ্টা কাজী আরিফ, ডট প্রিন্টের কর্ণধার এবং বৈশাখী উৎসবের উপদেষ্টা রফিকুল ইসলাম এমদাদ, সপ্তসুর মিউজিক স্কুলের নৃত্যের শিক্ষিকা নিপা চৌধুরী, সপ্তসুর মিউজিক স্কুলের পৃষ্ঠপোষক রিনা জামান , সায়মা হোসেন , শোভা পলাশ , নাহিদা রহমান সুপ্তা, ডার্টফোর্ড কমিউনিটি ব্যক্তিত্ব ও সপ্তসুর মিউজিক স্কুলের পৃষ্ঠপোষক নবীর জামান, হাবিব রহমান, হাসান কামরুজ্জামান, মঞ্জুর পারভেজ, ডাক্তার মুন্না এবং আমিনুল ইসলামসহ আরো অনেকে। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী গৌরী চৌধুরী, বিশিষ্ট গণ সংগীত শিল্পী ফজলুল বারী বাবু, বিশিষ্ট সংগীত শিল্পী হাবিব বাপ্পু, রওশনা আরা মনি এবং ওয়াহিদুজ্জামান উপলসহ স্থানীয় অন্যান্য শিল্পী বৃন্দ। উৎসবে ছিল বাহারি খাবার, জুয়েলারি ,শাড়ি ,হেনা ,ফেইস পেন্টিংসহ বাচ্চাদের নিজেদের হাতে বানানো কুকিসহ বাহারি স্টলের সমাহার। দিনোব্যাপি এই উৎসবে প্রায় ৭০০ দর্শনার্থী অংশগ্রহণ করে পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন। গত ৮ জুলাই শনিবার ব্ল্যাক ওয়াল টানেল বন্ধ থাকায় লন্ডনের আশেপাশে প্রচন্ড যানজটের সৃষ্টি হয় , সেই যানজট উপেক্ষা করে অনেকেই এই উৎসবে অংশগ্রহণ করেছিলেন আবার অনেকেই ফিরে গিয়েছেন। আগামীতে ডার্টফোর্ড ও এর আশেপাশের বাঙালি কমিউনিটির মানুষদের নিয়ে এভাবেই প্রতিবছর সপ্তসুর মিউজিক স্কুল বাঙালির প্রাণের উৎসব বৈশাখী উৎসবের আয়োজন করবে বলে এর উদ্যোক্তারা আশাবাদ ব্যক্ত করেন এবং আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

Advertisement