Britbangla24
গোলাপগঞ্জ ট্রাস্ট ইউকের আয়োজনে লন্ডনে অনুষ্ঠিত হচ্ছে গোলাপগঞ্জ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। ২০১৯ সালের ৩১ মার্চ পূর্ব লন্ডনের মাইল এণ্ড স্ট্রেডিয়ামে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এতে উপজেলার ১১ টি ইউনিয়ন এবং পৌরসভা মিলে মোট ১২টি ফুটবল টিম খেলায় অংশ গ্রহণ করবে।
গত ২৫ অক্টোবর বৃহস্পতিবার পুর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে গোলাপগঞ্জ ট্রাস্ট ইউকের আহবায়ক কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। ট্রাস্টের আহবায়ক ড. রেনু লুৎফার সভাপতিত্বে এবং সদস্য সচিব আনোয়ার শাহজাহানের উপস্থাপনায় সভায় আহবায়ক কমিটি সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ শামছুল হক, মোহাম্মদ লোকমান উদ্দিন, মোহাম্মদ শামীম আহমদ, মোহাম্মদ এ বাছিত, রুহুল আমিন রুহেল, মৌলানা শওকত আলী, হুমায়ুন কবির চৌধুরী একলিম, মোহাম্মদ আজিজুস সামাদ, মোহাম্মদ আব্দুল মতিন, বিলাল আহমদ মিলন, সৈয়দ নাদির আহমেদ, মিছবা মাছূম, হোসেন মোহাম্মদ ইকবাল, জহির হোসেন গৌছ, রফি চৌধুরী সিবা, শিহাব উদ্দিন, আসাদ উদ্দিন, বিলাদুর রহমান কাসেম, কামাল উদ্দিন, মূকিতুর রহমান প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে ট্রাস্টের সংবিধান অনুমোদন করা হয়। এছাড়া আগামী ১৮ নভেম্বর সংগঠনের এজিএম করারও সিদান্ত গৃহীত হয়।
ট্রাস্টের ৪১ সদস্য বিশিষ্ট নতুন বোর্ড অব ম্যানেজমেন্ট কমিটি গঠনের জন্য ৩ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিট গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন, ড. রেনু লুৎফা, মোহাম্মদ আনোয়ার হোসেন ও মোহাম্মদ লোকমান উদ্দিন।
গোলাপগঞ্জ ট্রাস্ট (ইউকে) এর বোর্ড অব ম্যানেজমেন্ট এবং ইসি কমিটির নির্বাচনে যারা অংশগ্রহণ করতে আগ্রহী তাদেরকে ট্রাস্টের সদস্য সচিব আনোয়ার শাহজাহানের কাছ থেকে নমিনেশন ফরম সংগ্রহ করে আগামী ১০ নভেম্বরের মধ্যে জমা দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সংগঠনের সদস্য মিছবা মাছুমের কন্যাকে বাংলাদেশে অপহরণের চেষ্টা করায় নিন্দা প্রস্তাব গৃহীত হয়। এছাড়াও অপহরণের প্রচেষ্টাকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানানো হয়।
গোলাপগঞ্জ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা করার জন্য একটি পরিচালনা কমিটিও গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন, রুহল আমিন রুহেল, জহির হোসেন গৌস, মোহাম্মদ এ বাসিত, দেওয়ান নজরুল ইসলাম, জেনিফার সারোয়ার লাস্কমী, হোসেন মোহাম্মদ ইকবাল, মিছবা মাছুম, শিয়াব উদ্দিন, বদরুল আলম বাবুল, রফি চৌধুরী সিবা, সালেহ আহমদ, তারেকুর রহমান ছানু ও মুকিতুর রহমান মুকিত।