ব্রিটবাংলা ডেস্ক : লন্ডনে অবৈধভাবে ১৮ বছরের কম বসয়ী ক্রেতাদের কাছে ই-সিগারেট বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছে ট্রেইডিং স্ট্যান্ডার্ড এজেন্সি। আন্ডারকাভার অভিযান চালিয়ে এর সত্যতা নিশ্চিত করেছে এজেন্সি। এজেন্সির পক্ষ থেকে ক্যামডেনের ছয়টি দোকানে অভিযান চালানো হয়। এর মধ্যে ১৬ বছরের কম বয়সী ক্রেতার কাছে নিকোটিন বিক্রির কথা স্বীকার করেছে দুইটি দোকান। অবৈধভাবে অপ্রাপ্ত বয়সী ক্রেতার কাছে নিকোটিন বিক্রির দায়ে ৫শ পাউন্ড জরিমানারা পাশাপাশি সর্বোচ্চ তিনমাসের জেলদন্ড হতে পারে।
Advertisement