ব্রিটবাংলা ডেস্ক : লন্ডনে এক সপ্তাহের ভেতরে প্রায় ৬ হাজার দু’শ করোনা রোগী বেড়েছে। ৪ অক্টোবর পর্যন্ত গত সাত দিনে লন্ডনে নতুন করোনা রোগি শনাক্ত হয়েছে ৬ হাজার ২শ ৭৩ জন। আগের সপ্তাহে এই সংখ্যা ছিল ৩ হাজার ৯শ ৬৫।
এরমধ্যে কোনো কোনো বারায় এই সাত দিনে করোনা রোগির সংখ্যা ৩শ ছাড়িয়ে গেছে। ইস্ট লন্ডনের রেডব্রিজে করোনা রোগির সংখ্যা ৩১৭, ইলিংয়ে ৩২০ এবং বার্নেটে ৩১৪ জন করোনা রোগি রয়েছে।
এছাড়া ব্রেন্ট, এনফিল্ড, হ্যাকনি, সিটি অব লন্ডন, হ্যারিঙ্গে, হ্যারো, হিলিংডন, হ্যান্সলো, ল্যাম্বাথ, নিউহ্যাম, রিচমন্ড, টাওয়ার হ্যামলেটস, ওয়ান্ডসওয়ার্থ এবং কেমডেনসহ ১৬টি বারায় দু’শর বেশি করোনা রোগি রয়েছে।
এর মধ্যে ক্রয়ডনে ২৪১ জন করোনা রোগি শনাক্ত হয়েছে। এক সপ্তাহ আগে ছিল ১২৪ জন। কিংস্টনে ৫৯ থেকে বেড়ে ১২১ জনে বেড়েছে। কেমডেনে ৭৩ জন থেকে ১৩৪, ব্রোমলি ৯০ থেকে ১৭৯, লুইশিয়ামে ১০৪ থেকে ১৮৫, ওয়ান্সওয়ার্থে, ১২৫ থেকে ২১৭, ওয়েস্টমিনস্টারে ৭৬ থেকে বেড়ে ১৭৫, ল্যামবেথে ১৩২ থেকে ২৩২, কেনসিংটন এন্ড চেলসিতে ৩৭ থেকে ১১২ এবং হ্যারোতে ১০৫ থেকে বেড়ে ২০৮ জন করোনা রোগি শনাক্ত হয়েছে গত সপ্তাহে।
আশংকাজনকভাবে করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় উত্তর-পূর্ব, উত্তর-পশ্চিম ইংল্যান্ড এবং মিডল্যান্ডসের জন্য নতুন করো বিধি নিষেধ আরোপের পরিকল্পনা করছে সরকার। তবে লন্ডনে সংক্রমন ঠেকাতে এখনো নিরব রয়েছে সরকার। যদিও লন্ডন মেয়র এবং স্থানীয় কাউন্সিলের মেয়র ও লিডাররা সংক্রমন ঠেকাতে স্থানীয়ভাবে কঠোরতা আরোপের পরিকল্পনা করছেন। বাঙালী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসে আনুষ্ঠানিকভাবে বিধি নিষেধ আরোপ করা না হলেও এক পরিবারের সদস্যদের অন্য পরিবারের সদস্যের সঙ্গে মেলামেশা কমানো বা সামাজিকতা কমানোর আহ্বান জানিয়েছেন বারার মেয়র জন বিগস। তবে খুব শিঘ্রই করোনা সংক্রমিত বারাগুলোতে বিধি নিষেধ আসতে পারে।