ব্রিটবাংলা ডেস্ক : লন্ডনে ওয়েস্টার ফটোকার্ড নিয়ে প্রতারণার দায়ে এক ব্যক্তিকে ২ বছর ৮ মাসের জেলদন্ড দিয়েছে আদালত।
দন্ডিত ব্যক্তির নাম শাকুইল মূর। তার বয়স ২৭ বছর। ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ জানিয়েছে, লন্ডনের ট্রেনহোল্ম রোড়ের বাসিন্দা মিস্টার মূর ২০১৮ সালের মে মাস থেকে ডিসেম্বরের ভেতরে সামাজিক মাধ্যমে ছদ্মনাম ‘বেল ফ্রাঙ্কলিন’ ব্যবহার করে বিশেষ ফি’র বিনিময়ে ১৮ বছরের বেশি বয়সীদের কাছে ১৬ প্লাস জিপ ফটোকার্ড বিক্রি করেছেন।
যদিও ১৬ প্লাস জিপ ওয়েস্টার ফটোকার্ড শুধুমাত্র ১৬ থেকে ১৭ বছর বয়সীদের জন্যে নির্ধারিত। এই কার্ড ব্যবহারকারীরা বড়দের ভাড়ার অর্ধেক পরিশোধের সুযোগ পান ‘পে এস ইউ গো’র মাধ্যমে। কোনো কোনো ক্ষেত্রে ফ্রিও যাতায়াতা করতে পারেন। সাজাপ্রাপ্ত মূর মিথ্যা তথ্য এবং জন্ম তারিখ ব্যবহার করে অনলাইন একাউন্ট খুলে এই প্রতারণা করেছেন। এর মাধ্যমে প্রায় ৩৫ হাজার পাউন্ড তিনি হাতিয়ে নিয়েছেন।
২০১৮ সালের ২৪ অগাস্ট এব ১১ সেপ্টেম্বর, টিএফএলের কর্মকর্তারা দুটি ইমেইলে সামাজিক মাধ্যমে ওয়েস্টার ফটোকার্ড নিয়ে দুর্নীতি হচ্ছে বলে সন্দেহ প্রকাশ করে টিএফএলের তদন্ত টিমকে অবহিত করেন। এরপর তদন্তে বেরিয়ে এসেছে, সন্দেহজনক ফটোকার্ড ব্যবহারকারীরা অনলাইনে যে অর্থ পরিশোধ করেছেন তা মিস্টার মূরের একাউন্টে গিয়ে জমা হয়েছে। অনেকে লিখিতভাবে তা তদন্তকারী কর্মকর্তাকে জানিয়েছেন।
দীর্ঘ তদন্তে স্বাক্ষপ্রমান হাতে আসার পর সন্দেহভাজন প্রতারক শাকুইলা মূরকে শনাক্ত করে গ্রেফতার করা হয়। গত ২৮ অগাস্ট ইনার লন্ডন ক্রাউন কোর্টে নিজেকে দোষি বলে স্বীকার করেন মিস্টার মূর। আর গত ২৫ সেপ্টেম্বর তার সাজার মেয়াদ ঘোষণা করেন বিচারক।
উল্লেখ্য প্রতারনার কারণে প্রতি বছর প্রায় ১ মিলিয়ন পাউন্ড লোকসান গুনে ট্রান্সপোর্ট ফর লন্ডন।
A fraudster who cost Transport for London (TfL) in the region of one million pounds in lost revenue has been sentenced to two years and eight months in prison.
Shaquille Moore, 27, of Trenholme Road, London, appeared at Inner London Crown Court on Friday 28 August where he pleaded guilty to fraud by false representation.
On Friday 25 September, a judge sentenced him to two years and eight months in prison.
Between May and December in 2018, Moore sold 16+ Zip Oyster photocards through social media under the alias ‘Ben Franklin’. The service Moore offered allowed individuals over the age of 18 to obtain a 16+ Zip Oyster photocard in exchange for a fee.
To be eligible for a 16+ Zip Oyster photocard, a person must be 16 or 17. Cardholder benefits include half price adult pay as you go adult fares across TfL services, and, in some instances, free travel.
Moore offered his ‘customers’ the service of falsifying documents with fake dates of births in order to create Oyster accounts online. This included the production of fake identification documents to enable his ‘customers’ to complete the proof of age step of the Oyster verification process.
On both 24 August and 11 September 2018, a TfL fraud investigator received two separate e-mails from TfL employees reporting suspected fraudulent activities relating to Oyster cards on social media.
Upon TfL prosecuting fraudulent cardholders, a number of them wrote to TfL to explain how and where they purchased the Oyster photocards. It was found that the money for the photocards was being sent to bank accounts in Shaquille Moore’s name.
After a successful investigation by the British Transport Police (BTP), with the support of TfL, Moore was located, arrested and charged with fraud by false representation.
BTP Detective Constable, Mark Pink, said: “This was a pre-planned, sophisticated fraud that continued for a prolonged period of time. Moore made over £35,000 from his criminality and his activity resulted in significant revenue loss for TfL.
“We’ve worked closely with TfL to bring Moore to justice and the sentence passed down to him today shows that this type of criminality will not be tolerated.”
Richard Mullings, TfL’s Head of Counter-Fraud and Corruption, said: “Fare evasion and fraud deprives the capital’s public transport system of millions of pounds of investment – money that should have been used to improve the buses, Tubes and roads for everyone. This latest conviction shows that we take a zero tolerance approach to anyone defrauding Londoners.
“We will not hesitate to prosecute anyone who fraudulently offers for sale Oyster cards to customers who are not eligible for our discounts, and those who purchase them to deliberately avoid paying for their travel.”