ব্রিটবাংলা রিপোর্ট : লন্ডনে পারিবারিক আবহেই নাতি-নাতনীদের নিয়ে সময় কাটাচ্ছেন বেগম খালেদা জিয়া। এছাড়া লন্ডনে কি করছেন খালেদা এমন বিষয় নিয়ে যখন নানা ধরনের সংবাদ ঘুরছে ফিরছে তখন পরিবার নিয়ে কিংসটন এলাকার শপিং সেন্টারে কেনাকাটা করছেন এমন একটি ছবি শুক্রবার বিকাল থেকে সামাজিক মাধ্যমে বেশ প্রচার পেয়েছে। ছবিতে দেখা যাচ্ছে হলুদ শাড়ি পড়া খালেদা জিয়া ছেলে তারেক রহমান ও পুত্রবধু জোবাইদাকে সাথে নিয়ে ৫০ শতাংশ ছাড়ে একটি বিছানার চাদর দেখছেন। ছবিতে ৩ জনকেই বেশ স্বস্তিতে দেখা গেছে।
ছবিটি একটি নির্মল পারিবারিক আবহের প্রতীক বলে মনে করছেন ব্রিটেনের বাংলা পোষ্ট পত্রিকার সম্পাদক ও বিশিষ্ট আইনজীবি তারেক চৌধুরী।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেন, যারা বলছে দেশনেত্রী দেশ বিরোধী চক্রান্তের সাথে জড়িত তাদের বুঝা উচিত তিনি লন্ডনে চিকিতসা আর পরিবারকে সময় দিতেই এসেছেন। এই ছবি তেমনই প্রমান করে।
উল্লেখ্য বেগম খালেদা জিয়া চিকিতসা ও পরিবারের সাথে সময় কাটানোর জন্য গত ১৬ জুলাই এমিরেটস এর একটি ফ্লাইটে লন্ডনে পৌছান।
লন্ডনে কেনাকাটা করছেন খালেদা
Advertisement