ব্রিটবাংলা ডেস্ক : উত্তর লন্ডনে এক মিনিক্যাব ড্রাইভারকে মারধর করে তার মোবাইল এবং নগদ অর্থ নিয়ে পালিয়েছে তিন যাত্রী। গত ২৮ জানুয়ারী রাত সাড়ে তিনটায় উত্তর লন্ডনের হ্যারোতে এই ঘটনা ঘটে। গত ২৫শে ফেব্রুয়ারী পুলিশ এই তথ্য প্রকাশ করে ঘটনার প্রত্যক্ষদর্শীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, যাত্রীদের কথা অনুযায়ী তাদের গন্তব্যে পৌছে দিতে অপারগতা প্রকাশ করায় তারা ড্রাইভারের উপর হামলা চালায়। কৃষ্ণাঙ্গ তিন যাত্রীদের উপর্যপুরি কিল, ঘুষি খেয়ে এক পর্যায়ে গাড়ি থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। কিন্তু যাত্রীরা গাড়ি নিয়ে পালিয়ে যায়। অবশ্য কিছু দূর গিয়ে অন্য একটি গাড়ির সঙ্গে সংঘর্ষের ফলে গাড়ি রেখে পালিয়ে যায় যাত্রীরা। তবে গাড়ি থেকে ড্রাইভারের মোবাইল এবং নগদ অর্থ নিয়ে যায় যাত্রীরা।
পুলিশ জানিয়েছে, যাত্রীদের সবার বয়স অনুমানিক ২০ বছরের ভেতরে। তাদের পরনে কালো কোট এবং ট্রাকস্যুট বটম ছিল। দুজনের মুখে মাস্ক পরাও ছিল। প্রত্যক্ষদর্শী কেউ ঘটনার দৃশ্য দেখে থাকলে তথ্য দিয়ে সহযোগিতার জন্য আহ্বান জানিয়েছে পুলিশ।