লন্ডনে দুই বাসের সংঘর্ষে ১ মহিলার মৃত্যু, আহত ২

সেন্ট্রাল লন্ডনের ভিক্টোরিয়া ট্রেন স্টেশনের বাইরে দুইটি সিঙ্গেল ডেকার বাসের সংঘর্ষে ঘটনা স্থলেই এক মহিলার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই পথচারী।সকাল সাড়ে ৮টায় এই দুঘর্টনার ঘটে। নিহত মহিলার বয়স ৩০ বলে জানিয়েছে মেট পুলিশ। আহত দুই ব্যক্তি সামান্য আহত বলে জানিয়েছে বিবিসি।করুন এই মৃত্যুতে দু:খ প্রকাশ করেছে ট্রান্সপোর্ট ফর লন্ডন। প্রতিষ্ঠানের কমিশনার অ্যান্ডি বাইফোর্ড বলেন, আমি অত্যন্ত দু:খ প্রকাশ করছি একজন মহিলার মৃত্যুতে।দুঘর্টনার পর পরই বাস টার্মিনালের আশেপাশের রাস্তা বন্ধ করে দেয়া হয়।ছবিতে দেখা যায় দুইটি সিঙ্গেল ডেকার বাসের একটি পেছন থেকে অপরটিকে আঘাত করেছে। এবং জানালার গ্লাস ভেঙ্গে গেছে।মৃতের স্বজনদের ইতিমধ্যে জানানো হয়েছে। ধারনা করা হচ্ছে নিহত এবং আহত ব্যক্তিরা একই পরিবারের।

Advertisement