লন্ডনে ধর্ষণের অভিযোগে পাকিস্তানি উবার ড্রাইভারের ১২ বছরের জেল : Uber driver jailed for 12 years

ব্রিটবাংলা ডেস্ক : মহিলা যাত্রীকে ধর্ষণের দায়ে লন্ডনে এক উবার ড্রাইভারকে ১২ বছরের জেলদন্ড দিয়েছে সাউদার্ক ক্রাউন কোর্ট। দন্ডিত ড্রাইভারের নাম মোহাম্মদ দুরানি। তার বয়স ৩৮ বছর। তিনি সাউথ লন্ডনের স্ট্রেটামের বাসিন্দা। তার গাড়ির পেছনের সিটে ২৭ বছর বয়সী মদ্যপ এক মহিলা যাত্রীকে ধর্ষণের আগে তার সেলফিও তুলেন মোহাম্মদ দুরানি। বৃহস্পতিবার আদালতে রায় ঘোষণা করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, গত বছরের জুলাইয়ের  এক রাতে লন্ডনের ক্ল্যাপহামের  একটি মিউজিক্যাল ক্লাব থেকে ২৭ বছরে  মহিলা যাত্রীকে তুলেছিলেন উবার ড্রাইভার দুরানি। তার আগে ওই মহিলা তার বন্ধুর সঙ্গে নাইট আউট করেছেন। ঘরে ফেরার উদ্দেশ্য উবার ডাকার সময় তিনি মদ্যপ ছিলেন।উবারে তার ঘরের সামনে আসার পর তিনি তার ঘরের চাবি খুঁজে পাচ্ছিলেন না। এই সুযোগে উবার ড্রাইভার তার গাড়ির পেছনের সিটে গিয়ে মহিলার সঙ্গে যৌনকর্মের ভঙ্গিতে কিছু সেলফি তুলেন। পরবর্তীতে মহিলাকে ধর্ষন করেন বলে আদালতের শুনানিতে বলা হয়েছে। সেলফি তুলার সময় মহিলার ব্রার একপাশ খোলা ছিল বলেও আদালতের রায়ে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন ……..

যদিও পাকিস্তানি উবার ড্রাইভার মোহাম্মদ দুরানি আদালতকে বলেছেন, ওই মহিলা যাত্রী ইচ্ছে করেই তাকে প্রথমে চুমু খেয়েছেন। তবে বাকী সব অস্বীকার করেন তিনি।

আদালতে রায়ে মহিলা যাত্রীকে ধর্ষণের দায়ে উবার ড্রাইভার দুরানিকে  ১২ বছর এবং মহিলা যাত্রীকে যৌন হয়রানীর দায়ে আরো আট বছরের সাজা দিয়েছেন জাজ। যদিও একই সময়ের ভেতরে তার এই জেলদন্ড কার্যকর হবে। অর্থাৎ দুরানিকে ১২ বছরই জেল খাটতে হবে। এছাড়া ক্যাবিং ব্যবসায় তার উপর নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। রায় ঘোষণার সময় আদালতের গ্যালারিতে মোহাম্মদ দুরানির স্ত্রীও উপস্থিত ছিলেন।

উল্লেখ ধর্ষণসহ নানান অভিযোগে গত বছর লন্ডনে উবারের লাইসেন্স নবায়ন করেনি টিএফএল। উবার অবশ্য টিএফএলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে।

 

 

Uber driver jailed for 12 years

An Uber driver who raped a drunken passenger in the back of his car before taking a selfie with her has been jailed for 12 years.

Muhammad Durrani, 38, attacked the 27-year-old after driving her home alone from a night out with friends in London.

Judge David Tomlinson described the damage Durrani had inflicted on his victim as he sentenced the married man at Southwark Crown Court on Thursday

“It comes as no surprise to learn, and it’s no exaggeration to say, you have ruined her life,” the judge said.

“The harm you did that night is incalculable.”

He added he had no doubt Durrani was aware his victim was “almost paralytically drunk” when he picked her up.

Durrani “lost all sense of self-control” after taking pictures of the woman as she slept in the back of his car, the judge said.

His victim had, aided by a friend, ordered an Uber believing it to be a “reputable company” and fell asleep during the ride, according to the prosecution.

Disorientated at her doorstep, she struggled to find her keys before Durrani carried her back to his car where he committed the rape in July last year.

He then took selfie images with the woman as at least one of her breasts was exposed.

Durrani, wearing a brown cardigan, remained solemn as he was sentenced but his wife struggled to hold back tears in the public gallery.

Durrani, of Streatham, south west London, claimed the sex was consensual and denied one count of rape and one of assault by penetration, but a jury found him guilty of both.

Defence lawyer Marie Spenwyn told the judge it was a “one off” and that his relatives in the UK and his native Pakistan had written letters supporting his character.

He was sentenced to 12 years imprisonment for the rape and eight years for the assault, to run concurrently.

Durrani, of Oakdale Road, was also banned from ever working in the taxi trade, subjected to a restraining order and will be subject to a sexual harm prevention order.

Transport for London announced last year that it would not be renewing Uber’s licence to operate in the capital, citing the firm’s approach to reporting serious criminal offences and background checks on drivers.

Uber is appealing against that decision.

Advertisement