ব্রিটবাংলা ডেস্ক : বাসা-বাড়ি কিংবা কোনো সন্দেহভাজন প্রোপার্টিতে নয়, বিশেষ কায়দায় অত্যাধুনিক যন্ত্রের সহযোগিতা নিয়ে বিশেষ দুটি পয়েন্টে অপরাধের বিরুদ্ধে চার দিনের বিশেষ অভিযান পরিচালনা করে মেট পুলিশ।
গত ২৮ অক্টোবর থেকে ১লা নভেম্বর পর্যন্ত টাওয়ার হ্যামলেটস, হ্যাকনি, কেমডেন, ইজলিংটন, সাউথার্ক এবং ল্যামবেথ কাউন্সিলে অপারেশন ‘এ্যালড্রিন’ নামের এই অভিযান পরিচালনা করেন মেট পুলিশের বিশেষ টিম।
অভিযানের অংশ হিসেবে অটোমেটিক নাম্বার প্লেট শনাক্ত করনের বিশেষ পদ্ধতি (এএনপিআর) ব্যবহার করে সন্দেহভাজন গাড়িকে টার্গেট করে পুলিশ। এছাড়া লন্ডন ব্রিজ এবং ক্লাপহ্যাম কমনে দুটি স্টপ পয়েন্টেও সন্দেহভাজন গাড়ি থামিয়ে চেক করে পুলিশ।এই পদ্ধতিতে ৭৩টি গাড়িতে অভিযান চালিয়ে ৪৬ জনকে গ্রেফতার করে পুলিশ। ক্লাস ‘এ’ ড্রাগ বা মাদক এবং পাচার, অবৈধ অস্ত্র বহনের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়াও আটক করা হয়েছে ১৬ প্রকারের মাদক, নগদ অর্থ, গুলি ভর্তি আগ্নেয়াস্ত্র, ১১ ইঞ্চি লম্বা ম্যাসিটি ছুরি।
দ্যা ভায়োলেন্ট ক্রাইম টাস্কফোর্স সংক্ষেপে ভিসিটিএভ-এর চীফ ইন্সপেক্টর জ্যাক মে রবিনসন বলেছেন, কমিউনিটি এবং লন্ডনের রাস্তাগুলো নিরাপদ রাখতে, প্রথমবারের মতো পরিচালিত অপারেশন এ্যালড্রিন ব্যাপকভাবে সফল হয়েছে। এ জন্যে অপারেশনে অংশ নেওয়া সব অফিসার এবং স্থানীয় কাউন্সল অথোরিটিকে ধন্যবাদ জানান তিনি।
চারদিন ব্যাপি পরিচালিত বিশেষ এই অভিযানে পুলিশের ভিসিটিএফ, অপরাশেন ভেনিস, ট্রান্সপোর্ট পুলিশের বিশেষ ক্রাইম টিম, প্রজেক্ট সার্ভেটর এবং সিটি অব লন্ডনের পুলিশ অফিসাররা যৌথভাবে কাজ করেছেন। এছাড়াও বিসিইউ’র অফিসার, স্পেশাল কনস্টেবল, ডগ ইউনিট এবং সন্দেহভাজন অপরাধীদের শনাক্ত করণে পারদর্শী বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ অফিসাররা অংশ নেন।
লন্ডনে পুলিশের বিশেষ অভিযানে ৪৬ গ্রেফতার : অস্ত্র, মাদক উদ্ধার
Advertisement