জাতির পিতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবসে ইস্ট লন্ডনে বঙ্গবন্ধুর ভাস্কর্যে রাষ্ট্রীয়ভাবে পুস্পস্তবক অর্পন করা হয়েছে। ১৫ই অগাস্ট, শনিবার লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান লন্ডনে হাইকমিশনের ডেপুটি হাই কমিশনার জুলকার নাইন মোহাম্মদ, প্রটোকল অফিসার মোহাম্মদ ইসমাইল হোসেন সহ হাইকমিশনের অন্যান্য কর্মকর্তা কর্মচারী । পুস্পস্তবক শেষে ১৫ অগাস্টের সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় ভাস্কর্যের প্রতিষ্ঠাতা এবং ইউকে আওয়ামীলীগ নেতা আফসর খান সাদেক উপস্থিত থেকে অতিথিদের অভ্যর্থনা জানান এবং পুস্পস্তবক অর্পনে অংশ নেন।
Advertisement