ব্রিটবাংলা রিপোর্ট : লন্ডনে ভেন চাপায় এক সাইকেল চালক নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ভোর ৬টার দিকে নর্থ লন্ডনের কেমডেন রোড এবং ব্রেকনক রোডের মধ্যে এই ঘটনা ঘটে। নিহত সাইকেল চালক আনুমানিক ৩০ বছর বয়সী পুরুষ। একটি ফর্ড ভেন তাকে চাপা দেয়। বিপজ্জনক ড্রাইভিংয়ের মাধ্যমে সাইকেল চালক হত্যার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে একজন মহিলাকে গ্রেুফতার করেছে পুলিশ। তিনি ওই ভেনের চালক। দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ভেনে একটি প্রাইভেট হায়ার কোম্পানির লগো লাগানো আছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ভোরে ঘটনাস্থল থেকে পুলিশ এবং এম্বুলেন্স ডাকা হয়। এম্বুলেন্স গিয়ে গুরুতর আহত ব্যক্তিকে জীবিত অবস্থায় পায়। তবে কিছুক্ষণ পরেই তিনি মৃত্যুবরণ করেন। এই ঘটনার সঙ্গে সন্দেহভাজন সংশ্লিষ্ট আটক মহিলাকে নর্থ লন্ডনের একটি পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ নিয়ে লন্ডনে চলতি বছর এ পর্যন্ত ৬ জন সাইকেল আরোহির মৃত্যু হল।
Cyclist killed in crash with van in
A cyclist has been killed after a crash with a van in north London.
Police were called to the junction of Camden Road and Brecknock Road, in Camden just after 6am on Tuesday morning.
A Met Police spokeswoman confirmed the cyclist, thought to be a man in his 30s, died in the crash with the Ford Transit van.
A female driver has been arrested on suspicion of causing death by dangerous driving.
The Ford Transit, which had a logo from a van hire company on the side, was being examined by crash investigators this morning.
The man’s bike could be seen on the ground with a mangled back wheel.
A Met Police spokeswoman said: “Police in Camden were called to the junction with Camden Road and Brecknock Road at 6.01am following a collision of a cyclist and Ford Transit van.
“Officers and the London Ambulance Service attended and found a male cyclist believed to be in his 30s suffering from critical injuries.
“He was announced dead at the scene shortly after. A female driver stopped at the scene and has been arrested on suspicion of causing death by dangerous driving.
“She was taken to a north London police station for questioning. Road closures are in place.”
The cyclist is the sixth to be killed in London so far this year.