লন্ডনে লাইসেন্স নবায়নের সুযোগ পেল উবার : Uber overturns ban on operating in London

ব্রিটবাংলা ডেস্ক : লন্ডনে উবারের লাইসেন্স নবায়নের পক্ষে রায় দিয়েছে আদালত। ট্রান্সপোর্ট ফর লন্ডনের সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার আপিল করেছিল উবার। দুদিন ব্যাপি আপিলের শুনানি শেষে লন্ডনে উবারের লাইসেন্স নবায়নের পক্ষে রায় দেন ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেইট কোর্টের চীফ ম্যাজিস্ট্রেইট এমা আর্বাথন্টন। লন্ডনে কেবিং করার জন্য উবার ফিট এবং প্রপার বলে রায় দেন তিনি। এর আগে গত সেপ্টেম্বরে নানান অভিযোগের প্রেক্ষিতে উবারের লাইসেন্স নবায়ন করবে না বলে ঘোষণা দিয়েছিল ট্রান্সপোর্ট ফর লন্ডন।

সংশ্লিস্ট অন্যান্য সংবাদ….

https://britbangla24.com/news/44149

https://britbangla24.com/news/43877

https://britbangla24.com/news/38991

টিএফএলের এই সিদ্ধান্ত সঠিক ছিল বলে আদালতে স্বীকার করেছে উবার। এবং টিএফএলের অভিযোগের পর ইউকেতে ম্যানেজমেন্টে ব্যাপক পরিবর্তনের পর আপিলের সিদ্ধান্ত নেয় উবার। তবে আপিলে উবার লাইসেন্স  নবায়নের অনুমতি পেলেও সেটা মাত্র ১৫ মাসের জন্যে। এই ১৫ মাসের ভেতরে উবারকে ‘ফিট এবং প্রপার’ হিসেবে নিজেকে প্রমাণ করতে হবে বলে নির্দেশ দিয়েছেন চীফ ম্যাজিস্ট্রেইট। পুলিশ এবং টিএফএল এই ১৫ মাস উবারকে পর্যবেক্ষন করবে।

১৫ মাসের লাইসেন্স নবায়নের পক্ষে রায় দেওয়ার পাশাপাশি আপিল প্রসেসের ব্যয় বাবদ টিএফএলকে ৪শ ২৫ হাজার পাউন্ড পরিশোধ করার জনে উবারকে নির্দেশ দিয়েছেন চীফ ম্যাজিস্ট্রেইট।

লন্ডনে প্রায় ৩ দশমিক ৬ মিলিয়ন যাত্রী উবার এ্যাপস ব্যবহার করেন। লন্ডনে উবারের প্রায় ৪৫ হাজার ড্রাইভার রয়েছেন। লন্ডনে টিএফএলের সিদ্ধান্ত পরিবর্তন করে উবারের লাইসেন্স নবায়নের সুযোগ দেওয়ার জন্যে একটি অনলাইন পিটিশনে প্রায় ৮ লাখ ৫০ হাজারের বেশি মানুষ স্বাক্ষর করেন। অন্যদিকে লন্ডনের বাইরে ইউকের প্রায় ৪০টি সিটিতে স্মার্টফোনের মাধ্যমে এ্যাপস দিয়ে উবার সার্ভিস দিয়ে যাচ্ছে।

তবে লাইসেন্স নিয়ে উবার শুধু লন্ডনেই সমস্যায় পড়েনি। ডাটা প্রটেকশন আইন ভঙ্গের অভিযোগে সিটি অব নিউইয়র্ক কাউন্সিল গত ডিসেম্বরে উবারের লাইসেন্স নবায়ন আবেদন প্রত্যাখ্যান করে। একই মাসে ইউকের শেফিল্ড সিটিতেও সাময়িকভাবে উবারের লাইসেন্স নবায়ন প্রত্যাখ্যাত হয়।

 

Ride-hailing app firm Uber will continue to operate in the capital after winning an appeal against Transport for London’s decision not to renew its licence.

After a two-day hearing, chief magistrate Emma Arbuthnot concluded that the taxi app firm is “fit and proper” to hold an operating licence in the capital.

The firm had its licence granted for a period of 15 months.

Uber was told by TfL last September that its licence would not be renewed due to concerns over public safety and security.

Ms Arbuthnot made the decision after Uber claimed it had made “substantial changes” to how it conducts its business.

Earlier in the hearing at Westminster Magistrates’ Court, the firm admitted the original decision not to renew its licence was correct.

It conceded a string of failings but said the licence should be renewed as it has made “wholesale” reforms.

The 15-month licence given to Uber is described as “probationary”.

The taxi company has also agreed to pay all of TfL’s costs for the appeal process. This comes to a total of £425,000.

The company admitted the original decision not to renew its licence was correct but claimed it has since made “substantial changes” in how it conducts its business.

Advertisement