লন্ডনে স্ত্রী হত্যার দায়ে বাঙালী স্বামীর যাবজ্জীবন দন্ড

ঘাতক স্বামী মোহাম্মদ আনহার আলী

ব্রিটবাংলা ডেস্ক : স্ত্রীকে হত্যার দায়ে টাওয়ার হ্যামলেটসের বাসিন্দা মোহাম্মদ আনহার আলীকে যাবজ্জীবন জেল দন্ড দিয়েছে আদালত। তাকে অন্তত ২৬ বছর জেল খাটতে হবে। মঙ্গলবার ওল্ডবেইলি কোর্টে এই সাজা ঘোষণা করা হয়। ৩২ বছর বয়সী আনহার আলী গত বছরের ২২শে অক্টোবর স্ত্রী নাজিয়া বেগম আলীকে হত্যা পর নিজেই পুলিশ ডেকেছিলেন। নাজিয়ার বয়স ২৫ বছর ছিল। এবং তাদের দুটি সন্তানও রয়েছে।

দু’ সন্তানের মা নাজিয়া বেগম আলী

পুলিশ জানিয়েছে, আনহার আলীর সঙ্গে বিয়ের দু’ বছর পর ডিভোর্স চেয়েছিলেন নিহত নাজিয়া বেগম। এর সুত্রধরেই পারিবারিক কলহের কারণে স্ত্রী নাজিয়াকে হত্যা করেন বেথনালগ্রীনের বাসিন্দা আনহান আলী। ২০১৭ সালের নভেম্বর থেকে তারা আলাদা বসবাস করতেন।

Advertisement