লন্ডনে হোমলেসের সংখ্যা বেড়েছে ৬৫ শতাংশ

ব্রিটবাংলা ডেস্ক : করোনা মহামারীর বছর ২০২০ সালে ব্রিটেনে ১১ হাজার ৫শ ৮০টি একক পরিবারকে হোমলেস হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এই সংখ্যা ২০১৯ সালের তুলনায় ৩৯ দশমিক ৪ শতাংশ বেশি। এর মধ্যে শুধু লন্ডনেই বেড়েছে ৬৫ দশমিক ৮ শতাংশ। রাজধানী লন্ডনে ২০১৯ সালে হোমলেসের সংখ্যা ছিল ১ হাজার ৪শ ৬০ জন। ২০২০ সালে এই সংখ্যা এসে দাড়িয়েছে ২ হাজার ৪শ ২০-এ।

লন্ডনের কিছু কিছু বারায় হোমলেসের সংখ্যা দ্বিগুন হয়েছে গত এক বছরে। বিশেষ করে হ্যারিঙ্গে বারায় ১৬০ থেকে বেড়ে ১৬৮ এবং টাওয়ার হ্যামলেটসে ১৩৩ থেকে ১৫৬ শতাংশ হয়েছে হোমলেসের সংখ্যা।

লিবডেম এমপি লায়লা মোরান পার্লামেন্টে রাফ স্লিপার বা হোমলেসের সংখ্যা বৃদ্ধিতে উদ্বেগ জানিয়ে, এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি সরকারের সমালোচনা করে আরো বলেন, এদিকে নজর না দিয়ে সরকার নিজস্ব সার্থ আদায়ের লক্ষে কাজ করে যাচ্ছে। ইউনিভার্সেল ক্রেডিট কর্তনের মাধ্যমে সরকার রাফ স্লিপার বা হোমলেসের সংখ্যা বাড়িয়ে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

Advertisement