ব্রিট বাংলা ডেস্ক : লিবিয়ায় মার্চ মাসে সহিংসতায় পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর ১১ জন। রবিবার লিবিয়ায় জাতিসংঘ মিশন একথা জানিয়েছে।
ইউএনএসএমআইএলের এক প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালের ১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ১৬ বেসামরিক নাগরিক হতাহত হয়েছে। এদের মধ্যে পাঁচজন নিহত ও ১১ জন আহত হয়। আগের দুই মাসের চেয়ে হতাহতের এই সংখ্যা অনেক কম।
প্রতিবেদনটিতে আরো বলা হয়, গোলাবর্ষণ, বন্দুক হামলা ও বিভিন্ন বিস্ফোরণের কারণেই অধিকাংশ হতাহতের ঘটনা ঘটে। বাসস
Advertisement