ইংল্যান্ডের নর্থওয়েষ্টে গ্রীন পার্টির অনেক ওয়ার্ড কাউন্সিলর থাকলেও টেমসাইডে প্রথমবার নির্বাচিত হয়েছেন লি এলান হানবাছ।
তিনি টেমসাইড কাউন্সিলের ওয়াটারল্যু ওয়ার্ড থেকে লেবার দলের প্রার্থিকে পরাজিত করে নির্বাচনে জয় লাভ করেন। এবারের স্হানীয় নির্বাচনে গ্রীন পার্টি তাদের ৪৬ বছরের রাজনৈতিক ইতিহাসের সেরা সাফল্য দেখিয়েছে।
নর্থওয়েষ্টে গ্রীন পার্টির সাফল্য দিন দিন বেড়েই চলেছে। লি গত কয়েক বছরে হাইডড ওটারল্যু ওয়ার্ডে জনগণের জন্য বিভিন্ন কাজ করে তার দলের জন্য বিজয় ছিনিয়ে এনেছেন।
তার এই বিজয় গ্রীন পার্টির জন্য এই এলাকায় মাইল ফলক বলে তিনি এ প্রতিবেদনে মন্তব্য করেছেন। এ ওয়ার্ডে গ্রীন পার্টি, কনজার্ভেটিব পার্টি ও লেবার পার্টি প্রার্থী দিয়েছিল আর গ্রীন থেকে তিনি নির্বাচনে জয়ী হয়েছেন।
Advertisement