লুটনের সিটি লিংক সলিসিটরসের প্রিন্সিপাল সলিসিটর তাজুল ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। হ্যারফিল্ড হাসপাতালে বাইপাস অপারেশনের সময় সোমবার বিকাল ৬টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৩ বছর। মরহুম তাজুল ইসলাম দীর্ঘদিন চ্যানেল এসের লিগ্যাল এডভাইস প্রোগ্রামের নিয়মিত এডভাইজার ছিলেন। মরহুমের মৃত্যুতে চ্যানেল এস পরিবারের পক্ষ থেকে গভীর শোক জানিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। মরহুমের দেশে বাড়ি সিলেটের গোলাপগঞ্জের ফুলবারি ইউনিয়নের হাজিপুর গ্রামে। শুক্রবার বাদ জুম্মা লুটনের বারি পার্ক জামে মসজিদে নামাজে জানাজা শেষে স্থানীয় ব্যাটারফিল্ড গ্রিন রোড কবরস্থানে মরহুমকে দাফন করা হবে। বিজ্ঞপ্তি
Advertisement