ব্রিট বাংলা ডেস্ক :: লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ছেন না। স্পেন ছেড়ে যাচ্ছেন না। আর এই খবরটি স্বয়ং জানিয়েছেন মেসি। এই খবরে বার্সেলোনায়, স্পেন এ আনন্দের জোয়ার বয়ে যাওয়ার কথা। স্প্যানিশ টাকিলা দিয়ে টোস্ট করার কথা মেসি ফ্যানদের। তাতো হচ্ছেনা। কোথায় যেন একটা বিষাদের সুর। বিষন্নতার আবহ।
কারণ গোল ডট কম এ মেসির প্রকাশিত সাক্ষাৎকারটি। মেসি এই সাক্ষাৎকারে তাঁর বার্সা ছাড়ার ভাবনার কারণ, ঠিক কি হয়েছিল তা জানিয়েছেন। সাক্ষাৎকারটির মূল সুরটা এইরকম, মেসির শরীর পড়ে থাকবে বার্সায়, মন? হেথা নয়, অন্য কোথা, অন্য কোনোখানে। মেসি নিজেই জানিয়েছেন, বার্সেলোনায় খেলার মধ্যে তিনি আর আনন্দ খুঁজে পাচ্ছেন না। তিনি নতুন চ্যালেঞ্জ নিতে চান। সেটা বার্সায় সম্ভব নয়।
এই সাক্ষাৎকার পড়ার পর বার্সেলোনার সমর্থকরা আনন্দে নেচে উঠবেন এমন ভাবাটা বাতুলতা মাত্র। মেসির সাক্ষাৎকার পড়ে এমনটাই মনে করা স্বাভাবিক, চুক্তির ফাঁদে পড়ে মেসি বার্সায় থাকতে বাধ্য হলেন। সাতশ মিলিয়ন ইউরো বাউ আউট ফিস দিলেই মেসি বার্সা ছাড়তে পারবেন, সাফ জানিয়ে দিয়েছেন বার্সেলোনার প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমেউ। মেসি গোল ডট কমকে জানিয়েছেন, এই ফিস দিয়ে তাঁর ছাড়পত্র নেয়া সম্ভব নয়। তাই তিনি থেকে গেলেন।
তিনি জানিয়েছেন, আদালতে যেতে পারতেন কিন্তু যে ক্লাব তাঁকে সব দিয়েছে সেই ক্লাবকে আদালতে টেনে নিয়ে যেতে মন চায়নি। তাই তিনি বার্সেলোনাতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন।
ইন্টারভিউতে জোসেফ মারিয়া বার্তোমেউকে একহাত নিয়েছেন মেসি। জানিয়েছেন, গত মরশুমে তাঁকে বারবার ক্লাব ছাড়ার কথা জানিয়েছিলেন। বার্তোমেউ প্রতিবারই বলেন মরশুম শেষ হলে কথা বলা যাবে। মরশুম শেষে তাঁকে ক্লাব ছাড়ার কথা বলতেই তিনি বাউ আউট এর ক্লজের কথা বলেন। মেসি সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁরও মনে হয় বার্সেলোনার নতুন রক্ত দরকার। নতুন কোচ রোনাল্ড কোম্যান এসেছেন। কোম্যানের থেকে অনেক বড় খেলোয়াড় মেসি। এবার কি তাহলে বার্সেলোনায় ব্যক্তিত্বের সংঘাত? সময়ই শুধু এই প্রশ্নের জবাব দেবে।