শহীদ দিবসের সকালে আলতাব আলী পার্কে প্রভাতফেরী হবে

প্রতি বছরের ন্যয় এবারো মহান একুশ ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রভাতফেরীর আয়োজন করেছে একুশের প্রভাতফেরী আয়োজন পরিষদ, যুক্তরাজ্য। আগামী ২১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১০ টায় ইস্ট লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনারে এই প্রভাতফেরী অনুষ্ঠিত হবে।

শুক্রবার সংগঠনের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন একুশের প্রভাতফেরী আয়োজন পরিষদ, যুক্তরাজ্যর সদস্য সচিব জামাল খান। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা হারুনুর রশীদ ও শেখ নুরুল ইসলাম। প্রভাত ফেরীতে প্রবাসের সকল প্রগতিশীল সংগঠন ও ব্যক্তিদের তাদের পরিবার পরিজন এবং শিশু কিশোরদের নিয়ে অংশ নিতে আহবান জানান তারা।

Advertisement