প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, শিক্ষকরা হলো বঙ্গবন্ধুর সোনার বাংলা ও উন্নত বাংলাদেশ গড়ার কারিগর। জাতি গড়ার কারিগর হিসাবে জাতিকে মানসম্মত শিক্ষা উপহার দেয়ার দায়িত্ব হলো শিক্ষকদের।
আজ বিকেলে ময়মনসিংহে প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও স্বাধীনতা চত্বর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাকির হোসেন আরো বলেন, মা-বাবার পাশাপাশি শিক্ষকদেরকে ছাত্র-ছাত্রীদের সুনাগরিক হিসাবে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে শিক্ষকদের হতে হবে আন্তরিক ও নিবেদিত প্রাণ। প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু উপলব্ধি করেছিলেন যে, উন্নত জাতি গঠনে শিক্ষার কোন বিকল্প নেই। সেজন্যই বঙ্গবন্ধু সর্বপ্রথম প্রাথমিক শিক্ষা জাতীয়করণ ও শিক্ষকদের সরকারি চাকরির মর্যাদা দিয়ে ইতিহাস সৃষ্টি করেছিলেন। পরবর্তীতে কোন সরকারই প্রাথমিক শিক্ষকদের মর্যাদা বৃদ্ধিতে কোন উদ্যোগ নেয়নি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালে ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়কে সরকারীকরণ করেছেন। সেইসাথে ছাত্র-ছাত্রীদের হাতে বছরের প্রথম দিন বিনা মূল্যে বই তুলে দিচ্ছেন। দেওয়া হচ্ছে উপবৃত্তিসহ নানা সুযোগ সুবিধা। পিটিআই সুপারিনটেনডেন্ট রকিবুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মির্জা হাসান খসরু, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমীর মহাপরিচালক ফরিদ আহমেদ প্রমুখ।
শিক্ষকরা বঙ্গবন্ধুর সোনার বাংলা ও উন্নত বাংলাদেশ গড়ার কারিগর : প্রতিমন্ত্রী জাকির হোসেন
Advertisement