শেফিল্ড সাউথ সুরমা ওয়েলফেয়ার অর্গানাইজেশলের সভা ও নিবাচন

শেফিল্ড থেকে আহমদ হোসেন হেলাল : শেফিল্ডে বেশ আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সাউথ সুরমা ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয় ।
শামসুল ইসলাম চমক আলীর পবিত্র কোরান তেলাওতের মধ্য দিয়ে সভার কাজ শুরু হয় ।
নেইভারহুড সেন্টারে আয়োজিত সভায় ইছমাইল মিয়া আলীর সভাপতিত্বে সভায় আলোচকরা সংগঠনের বিভিন্ন সেবামুলক কর্মসুচীর চিত্র তুলে ধরেন । অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন যৌথভাবে মোহাম্মদ শাহজাহান ও আকতার আলী ।
সভায় বাৎসরিক হিসেব পেশ করা হয়  ।আলোচনায় অংশ নেন আনোয়ার আলী, আবদুললাহ বেলাল, সুফি মিয়া, ইউসুফ মুমিন, সবুজ মিয়া, কাদির আলী, জগলু মিয়া, কাওছার আহমদ রাজিব, সোনাহর আলী প্রমুখ ।

সভায় দ্বিতীয়পর্বে ছিলো নির্বাচন। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন হাওয়াড আলী ও আহমদ হোসেন হেলাল।
সভায় সর্বসম্মতিক্রমে ইছমাইল মিয়া আলীকে সভাপতি ও রেজাউল কবিরকে সাধারণ সম্পাদক ও আতাউর রহমান খানকে কোষাধ্যক্ষ করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। নতুন কমিটিও আগের মত সেবামুলক কর্মকান্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন । মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় ।

Advertisement