‘শেষ আশা’ বাঁচিয়ে রাখতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামছে মাহমুদউল্লাহ রিয়াদের দল বাংলাদেশ। মঙ্গলবারের এ ম্যাচে টস ভাগ্য সহায় হয়নি টাইগারদের। দক্ষিণ আফ্রিকান অধিনায়ক টেম্বা বাভুমা টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ প্রথমে ব্যাটিং করবে বাংলাদেশ।বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায় বলতে গেলে নিশ্চিত। আশা যা একটু আছে কাগজে-কলমে। অনেক ‘যদি-কিন্তু’র হিসেব মিললে তবেই অসাধ্য সাধন হতে পারে টাইগারদের। সুপার টুয়েলভে কোয়ালিফাই করে নিজেদের প্রথম তিন ম্যাচেই হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে হারার পর পরবর্তী দুই ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৮ উইকেট ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ রানে হারে টাইগাররা।অপরদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেটে হেরে সুপার টুয়েলভ শুরু করলেও পরবর্তী দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ উইকেট ও শ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেটে জিতে দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশ: নাইম শেখ, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, শামিম পাটোয়ারি, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদি হাসান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ।

দক্ষিণ আফ্রিকা:কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, টেম্বা বাভুমা, রাসি ভ্যান ডার ডুসেন, অ্যাইডেন মার্করাম, ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, কেশভ মহারাজ, অ্যানরিখ নরকিয়া, তাবরাইজ শামসি।

Advertisement