শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ রাজ্যগুলোয় সমাবেশ ট্রাম্প-বাইডেনের

ব্রিট বাংলা ডেস্ক :: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের আগে শেষ মুহূর্তের প্রচারণায় গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে শনিবার সমাবেশ করেছেন রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনে ‘ব্যাটলগ্রাউন্ড রাজ্য’ হিসেবে বিবেচিত পেনসিলিভিনিয়ার একাধিক জায়গায় সমাবেশ করেন রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছোট্ট শহর নিউটাউনে ট্রাম্প বলেন, এই সেই রাজ্য যেখানে আমেরিকার স্বাধীনতার গল্প শুরু হয়েছিল।

মঙ্গলবারের নির্বাচনে স্পষ্টত কেউ জয় না পেলে দেশে হৈ হট্টগোল বেঁধে যেতে পারে বলে তিনি সতর্ক করেন। এ অবস্থায় ফলাফল পেতে সময় লাগতে পারে বলেও তিনি উল্লেখ করেন। এমনকি তিনি বলেন, অন্তর্বর্তী এ সময়ে খারাপ কিছুও ঘটে যেতে পারে।

বাকস কাউন্টিতে ট্রাম্প বাইডেনের সমালোচনা করে বক্তব্য দেন। এছাড়া দেশের ইতিহাসের সবচেয়ে ভালো অর্থনীতি তিনি উপহার দিয়েছেন বলেও দাবি করেন।

এদিকে মিশিগানে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন ডেমাক্রেট প্রার্থী জো বাইডেন। তার সঙ্গে এই প্রথমবারের মতো যোগ দিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। এ সমাবেশে সমর্থকেরা সবাই গাড়িতেই অবস্থান করেন।

ডেট্রয়েটে যাওয়ার পথে তারা ব্লুমফিল্ড হিলসে অনির্ধারিত সমাবেশ করেন। এখানে তাদের সঙ্গে যোগ দেন তারকা গায়ক স্টিভি ওয়ান্ডার।

ফ্লিন্ট ও ডেট্রয়টের সমাবেশে ওবামা বলেন, প্রেসিডেন্ট কানাডার মতো পদক্ষেপ নিলে এক লাখ ৪০ হাজার আমেরিকানের জীবন বাঁচানো সম্ভব হতো।

বাইডেন বলেন, দায়িত্ব নেওয়ার বদলে আমরা কেবল হৈ চৈ, টুইট, ক্ষোভ ও ব্যর্থতা নিয়ে আছি।

এদিকে বাইডেনের প্রচারণা শিবির থেকে বলা হয়েছে, নির্বাচনের রাতে বাইডেন জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।

যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচন করোনা মহামারির কারণে অনেকটাই ম্লান হয়ে পড়েছে। বিশ্বে করোনার সংক্রমণ ও মৃত্যু দুটোই এখনও সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে।

Advertisement