সব ধরণের ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন রাজ্জাক

ব্রিট বাংলা ডেস্ক :: মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশারের সঙ্গে তৃতীয় নির্বাচক হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বেছে নিয়েছে আবদুর রজ্জাককে। বিসিবির দেয়া দায়িত্ব পালনে সব ধরনের ক্রিকেট থেকে দ্রুতই অবসরে যাচ্ছেন জাতীয় দলের সাবেক এই স্পিনার। ক্রিকেটার্স ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) এর আয়োজনে তিনি অনুষ্ঠাানিক ভাবে অসরের ঘোষণা দিবেন।

দৈনিক মানবজমিনকে তিনি বলেন, ‘আজ আমি মাঠে এসেছিলাম বোর্ড সভাপতির সঙ্গে কথা বলতে। নির্বাচক হিসেবে সবার সঙ্গে পরিচিত হতে। আমি চলতি সপ্তাহে নিয়োগ পত্র হাতে পাবো। বিসিবির নিয়মে আমি নির্বাচক হিসেবে কাজ শুরু করলে আর মাঠের ক্রিকেটে অংশ নিতে পারবোা না। তাই অবসরে যেতে হচ্ছে আমাকে। তবে আমার এই অবসরের যাওয়ার ঘোষণাটা দিবো কোয়াবের মাধ্যমেই।’ জাতীয় দলের হয়ে ২০০৪ এ ওয়ানডে অষিকে হয় এই স্পিনারের। দেশের হয়ে প্রথম ওয়ানডে ক্রিকেটে ২০০ উইকেট পান রাজ্জাক।

সব মিলিয়ে ১৫৩ ম্যাচে তার শিকার ২০৭ উইকেট। ২০০৬ সালে অভিষেক হওয়া এই স্পিনার ১৩টি টেস্ট ম্যাচ খেলেছেন।

Advertisement