সব বয়েসী শিক্ষার্থীদের জন্যে উন্মুক্ত হচ্ছে ব্রিটেনের স্টুডেন্ট লোন

ব্রিটবাংলা ডেস্ক : বয়স্ক শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ দেওয়ার জন্যে ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে ব্রিটেনের স্টুডেন্ট লোনের ক্ষেত্রে। স্টুডেন্ট লোনের নাম পরিবর্তন করা হবে। নতুন নাম দেওয়া হবে ‘লাইফলং লোন ইন্টাইটলম্যান্ট’। এই নামে ১৬ বছর থেকে শুরু করে যে কোনো বয়সের যে কোনো শিক্ষার্থী জীবনের যে কোনো সময় সর্বোচ্চ চার বছরের জন্যে স্টুডেন্ট লোন হিসেবে তা ব্যবহারের সুযোগ পাবে।
আজকে (মঙ্গলবার) রাণী দ্বিতীয় এলিজাবেথের ভাষণে সব বয়েসী শিক্ষার্থীদের জন্যে স্টুডেন্ট লোন উন্মুক্ত করার ঘোষণা দেওয়া হবে। রাণীর ভাষণে সরকারের ভবিষ্যত পরিকল্পনা বা আশ্বাসের কথাই তুলে ধরা হয়।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, উচ্চ শিক্ষার জন্যে বিশ্ববিদ্যালয়ে পড়তে অথবা প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে যে কোনো শিক্ষার্থী জীবনের যে কোনো সময় এই লোন গ্রহণ করতে পারবে। প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, ২০১৯ সাল থেকেই স্টুডেন্ট লোনে সব বয়েসী শিক্ষার্থীদের সুযোগ দেওয়ার পরিকল্পনা করেছিল সরকার। কিন্তু বিভিন্ন কারণে আইন পরিবর্তনে দেরি হয়। এবার রাণীর ভাষণের মাধ্যমে তা উন্মুক্ত হচ্ছে সবার জন্যে।
এদিকে লেবার লিডার স্যার কিয়ার স্টারমার বলেছেন, গত ১১ বছর ধরে টোরি সরকারের একের পর প্রতিশ্রুতি শুনে আসছে জাতি। সব কিছুই বন্ধি থেকে যাচ্ছে ভাষণের মাধ্যমে। বাস্তবে এর প্রতিফলন ঘটছে না। ব্রিটেনের কর্মজীবি মানুষের জন্যে স্বচ্ছ কর্ম পরিকল্পনা ঘোষণার আহ্বান জানিয়েছেন তিনি।
উল্লেখ্য ২০১০ সালে কনজারভেটিভ এবং লিবডেম কোয়ালিশন সরকারের আমলে ব্রিটেনে ইউনির্ভাসিটি ফি বাড়িয়ে বছরে ৯ হাজার পাউন্ড করা হয়। এরফলে ফি পরিশোধে অক্ষম পরিবারের বিপুল সংখ্যক মানুষ উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হয়।

Advertisement