ব্রিট বাংলা ডেস্ক :: পরিবার ও সমাজ সেবা বিষয়ক নারী মন্ত্রী অ্যান রাস্টনের কথার মাঝে ছেদ ঘটানোর কারণে কড়া সমালোচনা করা হয়েছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনকে। পার্লামেন্টে নারী হিসেবে নিজের অভিজ্ঞতা সম্পর্কে প্রশ্নের জবাব দিচ্ছিলেন অ্যান রাস্টন। কিন্তু তার কয়েকটি কথার মধ্যেই হস্তক্ষেপ করেন প্রধানমন্ত্রী স্কট মরিসন। পার্লামেন্টে যৌন অসদাচরণের রিপোর্ট নিয়ে এমনিতেই সেখানে তোলপাড় চলছে, তার মধ্যে এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন ঝড় তুলেছে। এবিসি নিউজ ফোর কর্নারস এ নিয়ে তদন্ত করেছে। এই তদন্ত নিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলন করেছেন মরিসন। সেখানে তিনি মন্ত্রীদের পক্ষে কথা বলেছেন। আরো বলেছেন,কোনো ব্যবস্থাই নেয়া হবে না।
তবে অ্যান রাস্টনের কথার মাঝে ছেদ ঘটানোর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি মনোযোগ আকর্ষণ করেছে।
২০১৮ সালে পার্লামেন্টে মন্ত্রী ও তাদের স্টাফদের মধ্যে যৌন সম্পর্ক বন্ধে চালু করা হয় তথাকথিত বঙ্ক ব্যান। এর ফলে পার্লামেন্টের আচরণ পরিবর্তন হয়েছে কিনা এমন এক প্রশ্নের জবাব দিচ্ছিলেন রাস্টন। ওই নিষেধাজ্ঞা চালু করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। তারণ তার উপপ্রধানমন্ত্রী বারনাবি জয়সের সঙ্গে সাবেক একজন উপদেষ্টার প্রেম ছিল বলে খবর প্রকাশিত হয়। ওদিকে স্কট মরিসনের মঙ্গলবারের সংবাদ সম্মেলনের ভিডিও এরই মধ্যে কমপক্ষে ৭ লক্ষাধিক বার দেখা হয়েছে। লেবার দলের সিনেট নেতা পেনি ওং লিখেছেন, স্টক, তাকে কথা বলতে দিন। অন্যরা প্রধানমন্ত্রীকে বধির বলে আখ্যায়িত করেছেন।