সরাসরি টিভি স্বাক্ষাতকারে এসে ব্রিটিশ সরকার এবং জনগনের কাছে ক্ষমা চাইলেন শামীমা বেগম

ব্রিটবাংলা ডেস্ক : দেশে ফেরার জন্যে সরাসরি টিভি স্বাক্ষাতকারে এসে ব্রিটিশ সরকার এবং জনগণের কাছে ক্ষমা চাইলেন ইস্ট লন্ডনের আইএস বধু শামীমা বেগম। বুধবার সকালে সিরিয়ার রিফিউজি ক্যাম্প থেকে সরাসরি আইটিভির গুড মর্নিং ব্রিটেন অনুষ্ঠানে অংশ নেন ২২ বছর বয়সী শামীমা বেগম।

স্বাক্ষাতকারে শামীমা বেগম, সন্ত্রাসে যুক্ত হওয়ার জন্যে বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়ে তাকে দেশে ফেরার সুযোগ দিতে সরকারের প্রতি আকুতি জানিয়েছেন। শামীমা আরো বলেন, প্রধানমন্ত্রী বরিস জনসন সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করছেন কিন্তু তিনি জানেন না আসলে কি হচ্ছে আর এক্ষেত্রে শামীমা সরকারকে সহযোগিতা করতে পারবেন বলে স্বাক্ষাতকারে উল্লেখ করেন।

হাতে গোলাপি রঙের নক পালিশ, মাথায় নাইকের বেসবল ক্যাপ এবং গায়ে ধূসর রংয়ের বগলকাটা টি শার্ট পরে টিভি ক্যামেরার সামনে দাঁড়িয়ে গুড মর্নিং ব্রিটেন প্রোগ্রামের বাঘা বাঘা দুই উপস্থাপকের বিভিন্ন প্রশ্নের দেন শামীমা বেগম। হাতে ছিল গোলাপি রঙের নক পালিশ।

২০১৫ সালে টাওয়ার হ্যামলেটসের বেথনালগ্রীন একাডেমির ছাত্রী ১৫ বছর বয়সী শামীমা বেগম দুই বান্ধবীর সাথে সিরিয়ায় পাড়ি জমান। এরপর সেখানে এক আইএস যোদ্ধার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। তাদের তিন সন্তান জন্মের পর মৃত্যুবরন করে। সর্বশেষ সন্তানকে গর্বে নিয়ে সংবাদপত্রে দেওয়া এক স্বাক্ষাতকারে ব্রিটেনে ফেরার ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন শামীমা বেগম। এরপর তৎকালিন হোম সেক্রেটারী সাজিদ জাভিদ শামীমা বেগমের ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করেন। নাগরিকত্ব ফিরে পেতে আদালতে আইনী লড়াই চালিয়ে যাচ্ছেন শামীমা বেগমের পরিবার।

 

Advertisement