সাংবাদিকরা মাশরাফিকে খোঁচাচ্ছিলেন: সিলেটে পাপন

সিলেট অফিস :: জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগের দিন, কাল শনিবার সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে খানিকটা কঠিন প্রতিক্রিয়া দেখিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। এ নিয়ে চলছে আলোচনার ঝড়। আজ সিলেটে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সংবাদ সম্মেলনেও এলো গতকালের সেই প্রসঙ্গ। পাপন বললেন, ‘ওর (মাশরাফি) প্রেস কনফারেন্স দেখে মনে হয়েছে আপনারা একটু ওকে বেশি খোঁচাচ্ছিলেন।’

শনিবার সংবাদ সম্মেলনে মাশরাফির অবসর নিয়ে একের পর এক প্রশ্ন করছিলেন সাংবাদিকরা। ধৈর্য নিয়েই উত্তর দিচ্ছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। তবে এক সাংবাদিকের প্রশ্নে ‘আত্মসম্মানবোধ’ প্রসঙ্গটা আসতেই মাশরাফি কিছুটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান।

দেশসেরা এই অধিনায়ক বলেন, ‘আত্মসম্মান বা লজ্জা…আমি কি চুরি করি মাঠে? আমি কি চোর? খেলার সঙ্গে লজ্জা, আত্মসম্মান…এসব আমি মেলাতে পারি না। এতো জায়গায় চুরি-চামারি হচ্ছে, তাদের লজ্জা নাই? আমি মাঠে এসে উইকেট না পেলে লজ্জা লাগবে? আমি কি চোর?’

মাশরাফির এই প্রতিক্রিয়া ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় ওঠে। অনেকেই সাংবাদিকদের দোষারূপ করেন।

আজ রোববার বাংলাদেশ-জিম্বাবুয়ের ওয়ানডে ম্যাচ দেখতে সিলেটে আসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ম্যাচের মধ্যবিরতিতে সংবাদমাধ্যমের সাথে কথা বলেন তিনি।

সেখানে এক সাংবাদিক মাশরাফির গতকালের প্রসঙ্গ নিয়ে পাপনের মন্তব্য জানতে চান।

পাপন বলেন, ‘ওর (মাশরাফি) প্রেস কনফারেন্স দেখে মনে হয়েছে আপনারা (সাংবাদিকরা) একটু ওকে বেশি খোঁচাচ্ছিলেন। এরকম একটা সময় (অবসরে যাওয়ার আগের সময়), যখন আপনাদের ওর পাশে থাকা উচিত সেই জায়গায় মনে হচ্ছে আপনারা ওকে কষ্ট বেশি দিয়ে দিচ্ছেন। এসব নিয়ে আলাপ করা উচিতই না আমাদের। ও বলে দিয়েছে ও কি চায়।’

ওয়ানডে দলের পরবর্তী অধিনায়ক কে হবেন, তা বোর্ডই ঠিক করবে বলেও মন্তব্য করেন পাপন।

Advertisement