সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকে’র চ্যাম্পিয়ন ট্রপি ২০১৯ এর ড্র ও চ্যারিটি টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্টিত

লন্ডন ২৪ এপ্রিল বুধবার সন্ধ্যায় পূর্ব লন্ডনে সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকে’র স্থায়ী কার্যালয়ে সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকে’র চ্যাম্পিয়ন ট্রপি ২০১৯ এর ড্র ও চ্যারিটি টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্টিত হয় ৷

তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের চেয়ারম্যান ও ইউরো বাংলার সম্পাদক মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল এর সভাপতিত্বে এবং সাউন্ডটেক ক্যারাম ক্লাবের সাধারণ সম্পাদক ও এম এ খান ফাউন্ডেশন ইউকে’র চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুর রহমান সুজার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কাউন্সিলর আহবাব হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউন্সিলর ফারুক মাহফুজ আহমেদ গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস এর সভাপতি তমিজুর রহমান রঞ্জু, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস এবং গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট এর সহ সভাপতি দেলোয়ার হোসেন, ইন্টারন্যাশনাল ও ইউ কে ক্যারাম ক্লাবের ভাইস প্রেসিডেন্ট সোনাহর আলী রিংকু, সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকের সভাপতি মোঃ জুলাহাস আহমদ চৌধুরীর, সাউন্ডটেক ক্যারাম ক্লাবের ভাইস প্রেসিডেন্ট সেলিম উদ্দিন চাকলাদার, ইউ কে ক্যারাম ফেডারেশন এর সভাপতি নজরুল ইসলাম কয়েস, সাউন্ডটেকের সহ সভাপতি নজরুল ইসলাম সহ আরো উপস্থিত ছিলেন ইয়ুথ ক্যারাম এসোসিয়েশন এর কর্মকর্তা বৃন্দ। অনুষ্ঠানে অতিথি বৃন্দকে ক্রেষ্ট ও ফুলের তোড়া দিয়ে বরণ করেন ক্লাবের সদস্যবৃন্দ।

আগত অতিথিরা সাউন্ডটেক ক্যারাম ক্লাবের অতীতের সকল টুর্নামেন্টের সফলতার প্রশংসা করে বলেন ব্রিটেনে সর্ব প্রথম সাউন্ডটেক ক্যারাম ক্লাব ১৯৯৭ সালে ক্যারাম খেলার আয়োজন করে ৷ বিগত দিনে সাউন্ডটেক ক্যারাম ক্লাব আয়োজিত প্রতিটি টুর্নামেন্ট সুন্দর, সফল ও উন্নতমানের হওয়ায় খেলার জগতে সাউন্ডটেক ক্যারাম ক্লাব উদাহরন হয়ে আছে৷

সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকে’র চ্যাম্পিয়ন ট্রপি ২০১৯ টুর্নামেন্টে সর্বমোট (সিঙ্গেল টুর্নামেন্টে) ৪০ টি টিম অংশগ্রহণ করবে এবং চ্যাম্পিয়ন ট্রপি ২০১৯ এর ড্র করেন খেলার আয়োজকরা ।

যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে খেলোয়াড়বৃন্দ অংশগ্রহণ করবেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকের সাধারণ সম্পাদক আব্দুর রহমান খান সুজা। তিনি ক্লাবের প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে বর্তমান পর্যন্ত ক্লাবের ইতিহাস তুলে ধরেন। আব্দুর রহমান খান সুজা বলেন, ১৯৯৭ সালে ৭ জন সদস্য নিয়ে যাত্রা শুরু হয়েছিল ব্রিটেনে প্রথম বাংলাদেশি মালিকানাধীন ক্যারাম ক্লাব। আজ সারা ব্রিটেন জুড়ে
সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকে’র জনপ্রিয়তা ছড়িয়ে গেছে. তা সম্ভব হয়েছে বাংলাদেশি কমিউনিটির অংশগ্রহণ এবং সাহায্য সহযোগিতার জন্য ৷

সভাপতির বক্তব্যে তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের চেয়ারম্যান ও ইউরোবাংলা’র সম্পাদক মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল বলেন ১৯৯৭ সালে প্রতিষ্টিত এই প্রাচীন ক্যারম ক্লাবটি আজ এই সর্বজন স্বীকৃত একটি প্রতিষ্ঠিত ক্যারাম ক্লাবে পরিণত হয়েছে। তা সম্ভব হয়েছে ক্লাবের অন্যতম প্রতিষ্টাতা ও সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকের সাধারণ সম্পাদক আব্দুর রহমান খান সুজার আপ্রাণ চেষ্টা এবং অক্লান্ত পরিশ্রমের ফলে । তিনি শুধু ভালো খেলোয়াড় নয়, একজন সফল সমাজসেবক ও সংগঠক ৷তিনি এম এ খান ফাউন্ডেশন ইউকে’র প্রতিষ্টাতা চেয়ারম্যান. এই ফাউন্ডেশনের মাধ্যমে দীর্ঘদিন যাবৎ গোলাপগঞ্জ উপজেলায় প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণের মাধ্যমে গোলাপগঞ্জ উপজেলায় শিক্ষাক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন ৷

আগামী সোমবার ২৯ শে এপ্রিল সন্ধ্যায় সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকে’র চ্যাম্পিয়ন ট্রপি ২০১৯ অনুষ্ঠিত হবে ৷ বিজ্ঞপ্তি

Advertisement