সাগরে ভাসমান মালয়েশিয়াগামী ৩৮২ রোহিঙ্গাকে উদ্ধার

ব্রিট বাংলা ডেস্ক : কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে সাগরে ভাসমান ৩৮২ জন রোহিঙ্গাদের একটি দল উদ্ধার করেছে কোস্টগার্ড ও পুলিশ। গতকাল বুধবার রাত ১০টার দিকে তাদের উপজেলার শামলাপুর জাহাজঘাট এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের সবাই উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানিয়েছেন, তারা ৫৫ দিন আগে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার জন্য দালালের মাধ্যমের ছোট ছোট ট্রলারে করে সাগরে নোঙর করা একটি বড় জাহাজে উঠেছিলেন। কিন্তু তারা মালয়েশিয়া পৌঁছতে বাধা পেয়ে ফের টেকনাফ উপকূলে ফিরে এসেছেন।

টেকনাফ স্টেশন কোস্ট গার্ডের কর্মকর্তা লে. কমান্ডার এম সোহেল রানা মালয়েশিয়া ফেরত ট্রলারে তিন শতাধিক রোহিঙ্গাকে উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া মালয়েশিয়া ফেরত রোহিঙ্গারা আরো জানিয়েছেন, তাদের বড় জাহাজটিতে ৪৪০ জন যাত্রী ছিল। তাদের বেশির ভাগ নারী ও শিশু ছিল। এছাড়া ওই জাহাজের ৫০ জন যাত্রীকে জাহাজের লোকজন সাগরে ফেলে দেয়।

Advertisement