সাদিকুর রহমানের এল এল বি ডিগ্রী অর্জন

জুড়ী উপজেলার পুর্ব বেলাগাও নিবাসী ব্যবসায়ী মরহুম আবদুল মান্নানের ছেলে ও মরহুম মাওলানা সরা্ফত আলীর দোহিএ সাদিকুর রহমান লন্ডনের বিখ্যাত ইঊনিভার্সিটি অব লন্ডন থেকে এলএলবি অনার্স ডিগ্রী অর্জন করেছেন৷

ইতিপূর্বে তিনি সিলেটের শ৷হজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ২০০১ সালে  সমাজবিজ্ঞানে বি এস এস অনার্স ও করেছেন্ ২০০৩ সালে এম এস এস ডিগ্রী অর্জন করেন।
ব্যক্তিগত জীবনে তিনি অনেক সামাজিক ও   সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত।
তিনি শ৷হজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মৈালভীবাজার ষ্টুডেন্টএসোসিয়েশন এর ২০০২-২০০৩ সেশনের সভাপতির দায়িত্ব পালন সহ একই বিশ্ববিদ্যালয়ের অঙ্গিকার সাহিত্য সাংস্কৃতিক
সংসদের বিভাগীয় পরিচালকের দায়িত্ব পালন করেন।

ব্যক্তিগত জীবনে তিনি ২০০৮ সালে  সুনামগঞ্জের সৈয়দপুর গ্রামের ঐতিহ্যবাহী বড়বাড়ি নিবাসী সৈয়দ রশিদ  আহমদের
কন্যা সৈয়দা হামিদা আক্তার সুমির সাথে বিবাহ বন্দ্বনে আবদ্ধ হন।
এক কন্যা ও দুই পুএ সন্তানের জনক সাদিকুর রহমান বর্তমানে স্বপরিবারে স্থায়ীভাবে লন্ডনে বসবাস করছেন
তিনি আইন পেশার পাশাপাশি আইনের ওপর উচ্চতর ডিগ্রী নিতে সকলের দোয়া প্ৰাৰ্থী।

ACB#17

Advertisement