সাভার পানির ট্যাংক পরিষ্কার করতে নেমে দুজন নিহত

ব্রিট বাংলা ডেস্ক :: সাভারের হরিণধরায় বিসিক পরিচালিত চামড়া শিল্পনগরীতে পানির ট্যাংক পরিষ্কার করতে নেমে এক শ্রমিকসহ দুজন নিহত হয়েছে। রবিবার সকাল ১১টার দিকে নগরীর আর এ এন ট্যানারিতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে ওই ট্যানারির একটি পানির ট্যাংক পরিষ্কার করতে নামেন অজ্ঞাত এক রাজমিস্ত্রি। পরে তিনি বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় মারা যান। পরে ওই কারখানার শ্রমিক বাপ্পি তাকে উদ্ধার করতে গেলে সে-ও বিষক্রিয়ায় মারা যান। পরে কারখানার অন্য শ্রমিকরা দুজনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement