ব্রিট বাংলা ডেস্ক :: মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি ডা. সারওয়ার আলীকে হত্যার চেষ্টার ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ। রবিবার রাজধানী উত্তরার ৭নং সেক্টরে তার নিজ বাড়িতে তাকে হত্যাচেষ্টা চালায় দুর্বৃত্তরা। এ হত্যাচেষ্টার মূল সন্দেহভাজন সারওয়ার আলীর সাবেক গাড়িচালক নাজমুল পলাতক রয়েছেন। গ্রেপ্তার করা হয়েছে দারোয়ান হাসান ও বর্তমান চালক হাফিজকে। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন কুমার সাহা বলেন, ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। মোবাইল ফোনটি সারওয়ার আলীর সাবেক চালক নাজমুলের। এই নাজমুলের সঙ্গে বাড়ির দারোয়ান হাসানের একাধিকার কথোপকথনের তথ্য পাওয়া গেছে। একইভাবে নাজমুলের সঙ্গে বর্তমান চালক হাফিজেরও বেশ কয়েকবার কথা হয়েছে।
ঘটনার দিনও এই দু’জনের সঙ্গে অনেকবার কথা বলেছেন নাজমুল। হত্যাচেষ্টা মামলায় দারোয়ান হাসান ও বর্তমান চালক হাফিজকে সাত দিন করে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।