সিলেটের জৈন্তাপুরে ট্রাকের চাপায় একই পরিবারের ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার সকালে জৈন্তাপুরে সারিঘাট এলাকায় মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা ঘটে।নিহতরা সবাই একই পরিবারের সদস্য বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, কাপুরের রুপচান গ্রামের ৭ জন জরুরী কাজে সিএনজি অটো রিকশা নিয়ে শহরে আসছিলেন। সারিঘাট এলাকায় পৌছামাত্র দ্রুতগামী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। নিহতরা হলেন- স্থানীয় রুপচান গ্রামের সাদিয়া বেগম,তার ছেলে শাহাদাত, মেয়ে সাফিয়া বেগম ও হাবিবুন্নেছা এবং সিএনজি চালক হুসেন আহমদ।এদিকে দুর্ঘটনার পরে স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে। সকাল সাড়ে নয়টা পর্যন্ত ওই যানবাহন চলাচল বন্ধ ছিল।
Advertisement