সিলেটের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে যাকাতের অর্থ দান করা যাবে

ব্রিটবাংলা রিপোর্ট : সিলেটের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সহযোগিতায় এবার যাকাতের অর্থ দান করা যাবে। এ লক্ষ্যে ‘ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন যাকাত তহবিল’ নামে সিলেটের শাহী ঈদগাহ শাখার পূবালি ব্যাংকে একটি একাউন্টও খোলা হয়েছে।
বৃহস্পতিবার লন্ডনে ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশ সিলেটের এক সভায় এই তথ্য জানানো হয়। এতে যাকাতের অর্থ দান করতে প্রবাসী দানশীল ব্যক্তি ও পরিবারের প্রতি আহ্বান জানানো হয়। প্রবাসী দানশীলদের কাছে এই বার্তা পৌঁছে দিতে ইউকের বিভিন্ন শহরে রোড শো’র আয়োজন করা হবে বলেও সভা থেকে জানানো হয়েছে।
ইস্ট লন্ডনের বারাকা রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশ সিলেট-এর সভাপতি মাহমুদুর রশীদ। পরিচালনা করেন সাধারণ সম্পাদক মিছবাহ জামাল। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চ্যানেল এসের চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি। সভায় আরো বক্তব্য রাখেন আবদাল মিয়া, মনসুর আহমদ খান, রফিক মিয়া,  মানিক মিয়াসহ আরো অনেকে।
Advertisement