সিলেটের মেজরটিলা থেকে জালনোটসহ আটক ২

সিলেট অফিস :: সিলেটে মেজরটিলা ইসলামপুর থেকে দুই লাখ ৩৪ হাজার টাকার জালনোট ও ইয়াবাসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার সকালে শহরতলীর মেজরটিলা ইসলামপুর থেকে তাদের আটক করা হয়।

মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মুছা এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক দুইজন হলেন- চাঁদপুর জেলা সতলা এলাকার হারুন গাজীর ছেলে সিরাজুল গাজী (৪৮) ও সিলেটের ওসমানীনগরের সাদিপুর এলাকার শাহাজাহান মিয়ার ছেলে শাহনুর আলম সাব্বির (১৯)।

শাহপরাণ (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সকালে জালনোটগুলো নিয়ে সিরাজুল ও শাহনুর একটি সিএনজিচালিত অটোরিকশায় জৈন্তাপুর উপজেলায় যাচ্ছিলো। পথিমধ্যে মেজরটিলা ইসলামপুরে পুলিশ গাড়ি দাঁড় করাতে সিগন্যাল দিলে অভিযুক্তরা দৌঁড়ে পালানোর চেষ্টাকালে তাদের আটক করা হয়।

তিনি আরও বলেন, তাদের কাছ থেকে এক হাজার টাকার দুই লাখ ৩৪ হাজার টাকার জাল নোট ও ২৫ পিস ইয়াবার ট্যাবলেট পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, জাল নোটগুলো চাঁদপুর থেকে তারা এনেছেন এবং সিলেটের জৈন্তাপুরে নিয়ে বাজারজাত করার কথা ছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Advertisement