সিলেট নগরীতে কলেজছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার

সিলেট নগরের শেখঘাট এলাকা থেকে সোনিয়া বেগম (২০) নামে এক কলেজছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (১২ ফেব্রুয়ারি) নগরীর শেখঘাট নীলিমা আবাসিক এলাকার খুলিয়াটুলা থেকে তার লাশ উদ্ধার করে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানা।নিহত সোনিয়া সিলেটের দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজের ছাত্রী। তিনি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও গ্রামের সেলিম মিয়ার মেয়ে।সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করে সিলেটটুডে টোয়েন্টি ফোরকে বলেন, বর্তমানে আমি ঘটনাস্থলে রয়েছি। বিস্তারিত পরে জানাতে পারবো।

Advertisement